
অভিনেতা জসিম। ফাইল ছবি
বাংলা সিনেমার আশির দশকের জনপ্রিয় অভিনেতা জসিম। বড় পর্দায় অভিনয় শুরু করেছিলেন খল অভিনেতা হিসেবে। এরপর দেশের জনপ্রিয় নায়ক। অনেকেই তাকে 'লটারি পাওয়া' খ্যাত নায়কও বলে থাকেন। লটারি বিষয়ক কথা লিখে মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ছবি পোস্ট করেন। এর কারণ হলো অনেক সিনেমায় লটারি জিতেছেন তিনি। গুণ্ডাদের কাছে লটারির টাকা হারিয়ে নিঃস্বও হয়েছেন। ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতার মৃত্যুবার্ষিকী আজ।১৯৯৮ সালের আজকের এই দিনে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি মারা যান।
জসিম ১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার আসল নাম আবদুল খায়ের জসীম উদ্দিন। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে একজন সৈনিক হিসেবে তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে মুক্তিযুদ্ধে লড়েছেন তিনি।
ঢাকাই সিনেমায় জসিম নতুন ধারার মারপিট শুরু করেন। চলচ্চিত্রে তার যাত্রাটা হয়েছিল ফাইট ডিজাইনার হিসেবে৷ বলা যেতে পারে সিনেমার মূল কোনো শিল্পী তিনি ছিলেন না৷ এক্সট্রা শিল্পী থেকে নিজের ভাগ্যকে তিনি গড়েছেন জনপ্রিয় এক তারকায় পরিণত করে। ১৯৭৩ থেকে তার অভিনয় জীবন শুরু। খলনায়কের চরিত্র দিয়ে অভিনয়ে আসেন তিনি। ‘দেবর’ ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। ‘দোস্ত দুশমন’ ছবির মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান।
এর বেশ কয়েক বছর পর দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় ‘সবুজ সাথী’ চলচ্চিত্রে প্রথম নায়ক চরিত্রে অভিনয় করেন। জনপ্রিয়তার ধারাবাহিকতায় আশির দশকের প্রায় সকল জনপ্রিয় নায়িকার বিপরীতেই অভিনয় করেছেন এই অ্যাকশন হিরো! তবে শাবানা-রোজিনার সাথে তার জুটিই সবচেয়ে বেশি দর্শকপ্রিয়তা অর্জন করেছিল। বিভিন্ন চলচ্চিত্রে তাকে শোষিত-বঞ্চিত মানুষের প্রতিনিধি হিসেবে দেখা যেত। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দাপটের সঙ্গে অভিনয় করে গেছেন।
জসীম অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে হলো ‘রংবাজ’, ‘তুফান’, ‘জবাব’, ‘নাগ নাগিনী’, ‘বদলা’, ‘বারুদ’, ‘সুন্দরী’,‘কসাই’, ‘লালু মাস্তান’, ‘নবাবজাদা’, ‘অভিযান’, ‘কালিয়া’, ‘বাংলার নায়ক’, ‘গরিবের ওস্তাদ’, ‘ভাইবোন’, ‘মেয়েরাও মানুষ’, ‘পরিবার’, ‘রাজা বাবু’, ‘বুকের ধন’, ‘স্বামী কেন আসামি’, ‘লাল গোলাপ’, ‘দাগী’, ‘টাইগার’,‘হাবিলদার’ ইত্যাদি। জসিমের প্রথম স্ত্রী ছিলেন নায়িকা সুচরিতা। পরে তিনি ঢাকার প্রথম সবাক সিনেমার নায়িকা পূর্ণিমা সেনগুপ্তার মেয়ে নাসরিনকে বিয়ে করেন। জসিমের আসল নাম আবদুল খায়ের জসিম উদ্দিন। খলনায়ক ও নায়ক দুই চরিত্রেই উজ্জ্বল নক্ষত্র জসিম। তিনিই একমাত্র নায়ক, যিনি শাবানার সাথে একই সাথে প্রেমিক এবং ভাইরূপে চরিত্রদান করেছিলেন এবং দুটি চরিত্রই দর্শকেরা খুব সাদরে গ্রহণ করেছিলেন ।