
ছবি : সংগৃহীত
চলতি বছর কোরবানির ঈদে ‘অন্তরাত্মা’ সিনেমাটি মুক্তির ঘোষণা দেওয়া হয়। কিন্তু শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন ছবির প্রযোজনা সংস্থা। ছবিটি মুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে।
কেন সিনেমাটি মুক্তি পাচ্ছে না জানতে চাইলে ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন বলেন, ‘ছবিটা কবে মুক্তি পাবে সেই বিষয়ে প্রযোজনা সংস্থা এখনো সিদ্ধান্ত নেয়নি। তাই ছবিটি নিয়ে কিছু বলতে পারছি না।’ ছবিটি মুক্তি না পাওয়ায় কিছুটা হতাশ এই নির্মাতা।তিনি বলেন, ‘একটি ভালো সিনেমা অজানা কারণে আটকে আছে। একটা ভালো ছবি মুক্তি পেলে পরিচালকের ক্যারিয়ার সামনের দিকে এগিয়ে যায়।’
জানা গেছে, ছবির নায়ক শাকিব খান একাধিকবার ছবিটি নিজ উদ্যোগে মুক্তির পরিকল্পনা নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ছবিটি মুক্তি দিতে পারেননি।
গেল বছর মার্চে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পাবনায় শুরু হয়েছিল ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং। এতে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন কলকাতার নায়িকা দর্শনা বণিক। ছবিটি প্রযোজনা করেছেন সোহানি হোসেন। এর আগে তিনি সত্তা ছবি প্রযোজনা করেছিলেন।