চিকিৎসার জন্য সোহেল রানাকে নেওয়া হচ্ছে সিঙ্গাপুর

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ১৮:৫৯

সোহেল রানা। ছবি: সংগৃহীত
বেশ কিছুদিন ধরে চোখের জটিলতায় ভুগছেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও পরিচালক মাসুদ পারভেজ সোহেল রানা। এ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য আজ রবিবার (৩০ অক্টোবর) রাতের একটি ফ্লাইটে তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।
সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ জানান, রাত ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেব। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বাবার চোখের চিকিৎসা করা হবে।
জানা যায়, গত ২৫ অক্টোবর ঢাকার একটি হাসপাতালে সোহেল রানার চোখে সার্জারি করা হয়। কিন্তু এতে সুস্থতার বদলে উল্টো জটিলতায় পড়েন তিনি। আর সে কারণেই তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হচ্ছে।
সোহেল রানার ছেলে নির্মাতা-অভিনেতা মাশরুর পারভেজ বলেন, ঢাকায় বাবার অপারেশনটা হয়েছে, সেটা সাকসেসফুল ছিল না। বরং আরো জটিলতা দেখা দিয়েছে। এজন্য আমরা দ্রুত মাউন্ট এলিজাবেথে যোগাযোগ করি।
তিনি আরো বলেন, বাবার চোখের সমস্যাটাকে বলা হয় ক্যাটারাক্ট সার্জারি। এর আগেও উনার ডান চোখে একই সার্জারি হয় মাউন্ট এলিজাবেথে। তারই রুটিন সার্জারি হিসেবে এবার সেটি ঢাকায় করা হয়। যদিও তাতে হিতে বিপরীত হয়েছে।
এর আগে, গত বছর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন সোহেল রানা। সেখান থেকে সুস্থ হয়ে ৮ মাস ভালোই ছিলেন তিনি। এবার চোখ নিয়ে পড়েছেন নতুন সমস্যায়।
প্রসঙ্গত, ঢাকাই চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি সোহেল রানার প্রকৃত নাম মাসুদ পারভেজ। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তিনি। ১৯৭০ ও ৮০-এর দশকে পর্দা কাঁপানো নায়ক সোহেল রানার চলচ্চিত্রে আগমন প্রযোজক হিসেবে।
একাধারে তিনি প্রযোজক, পরিচালক ও অভিনেতা। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ তার প্রযোজিত প্রথম চলচ্চিত্র। দীর্ঘ ক্যারিয়ারে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পেয়েছেন তিনি।