Logo
×

Follow Us

বিনোদন

পাটপণ্যকে সারাবিশ্বে ছড়িয়ে দিতে চাই: অন্তু করিম

Icon

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫০

পাটপণ্যকে সারাবিশ্বে ছড়িয়ে দিতে চাই: অন্তু করিম

অন্তু করিম মডেল ও অভিনয়শিল্পী হিসেবে প্রায় ৫০টি বিজ্ঞাপনচিত্র আর ১৫-১৬টির মতো মিউজিক ভিডিওতে কাজ করেছেন।

তবে মূল লক্ষ্য উদ্যোক্তা হিসেবে নিজের উপস্থিতি জানান দেয়া। পাটপণ্যকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে কাজ করছেন তিনি। 

মিডিয়ার ক্যারিয়ার, তারুণ্যের কর্মসংস্থান এবং নিজের পরিকল্পনা নিয়ে মাহমুদ সালেহীনের সঙ্গে বলেছেন।

মডেল না ব্যবসায়ী অন্তু করিম বেশি জনপ্রিয়?

আমার মনে হয়, ব্যক্তি অন্তু করিমই বেশি গ্রহণযোগ্য সবার কাছে। আমি মনে করি, জনপ্রিয়তা সবার একরকম স্থায়ী হয় না, আমারও হবে না। আমাকে ক্যামেরায় যেমন দেখেন, বাস্তবে ঠিক একই রকম।

নিজেকে যদি বিশ্লেষণ করতে বলা হয়?

প্রথমেই বলব, আমি খুবই সাধারণ একটি ছেলে। মধ্যবিত্ত পরিবেশে ফরিদপুরে বেড়ে ওঠা। তাই সাময়িক জনপ্রিয়তার মোহে নিজেকে লোভী করে তুলতে চাইনি কখনোই। কাজের জায়গায় আমি খুবই পরিশ্রমী। আমি যেকোনো কাজই শ্রদ্ধা ও গুরুত্ব দিয়ে করি। তা যত ছোট হোক বা বড়।

তরুণ উদ্যোক্তা হিসেবে কতদিন ধরে ব্যবসায় সম্পৃক্ত রয়েছেন?

কম্পিউটার বিজ্ঞানে স্নাতকোত্তর অবস্থায় বন্ধুরা মিলে বিভিন্ন ধরনের পণ্য বিদেশ থেকে আমদানি আর রফতানি দিয়ে ব্যবসার হাতেখড়ি। এরপর ধীরে ধীরে হাতেখড়ি হয়েছে বিদেশি ব্র্যান্ড স্টেশনারি, শিশু স্বাস্থ্য পণ্য বিপণনের সঙ্গে। আমি মূলত শিশু স্বাস্থ্য ও প্রসাধনী পণ্য নিয়ে কাজ করি। এক যুগেরও বেশি সময় ধরে এই কাজের সঙ্গে আছি। সুপারশপসহ সারাদেশের শিশুপণ্য বিপণন বিতানে ‘লায়ন’ নামে আমাদের নিজস্ব ব্র্যান্ডের তৈরি শিশু প্রসাধনী পণ্য পাওয়া যাচ্ছে এখন। এছাড়া বর্তমানে পাট দিয়ে তৈরি কিছু পণ্যও বিদেশে রফতানি করছি আমি।

পাট নিয়ে বিশেষ আগ্রহের কারণ?

জেনে থাকবেন, গত বছর আগস্টে প্রকাশিত বিশ্ববাণিজ্য সংস্থার ‘ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ-২০১৯’ শীর্ষক প্রতিবেদনের তথ্যানুযায়ী, বিশ্ববাণিজ্যে বাংলাদেশ এখন ৪২তম বড় রফতানিকারক দেশ। বিশ্বে যে কটি দেশের রফতানি আয় খুব দ্রুত বাড়ছে, তার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ। অতএব আমাদের এক সময়ের সোনালি আঁশ পাট দিয়ে তৈরি পরিবেশবান্ধব পণ্যের বৈচিত্র্য আনতে পারলে বিদেশে রফতানির বৃদ্ধির সুযোগ রয়েছে। বলা যায়, দেশের রফতানি আয়ের ক্ষেত্রে পোশাক ও চামড়া খাতের পরই পাট খাতের অবস্থান। পচনশীল পরিবেশবান্ধব পাটপণ্য তৈরিতে বৈচিত্র্য আনার জন্য পাটপণ্যকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই।

এখন থেকে কি তবে শুধুই ব্যবসাতে মনোযোগ দেবেন নাকি মিডিয়াতেও নিয়মিত থাকবেন?

না তা হবে কেন? আমার বাবা প্রয়াত মো. গোলাম মোস্তফা আমার অনুপ্রেরণা, তিনি বাংলা প্রথম চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এ অভিনয় করেছিলেন। বাবার পথ ধরে আমিও তাই শিল্প-সংস্কৃতির চর্চায় নিজেকে সম্পৃক্ত অব্যাহত রাখতে চাই। পেন্টাগন ফিল্মস নামে প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে নতুনদের ভিজ্যুয়াল মিডিয়ায় কাজের সুযোগ সুদৃঢ় করে দিতে চাই। আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বর্তমানে সাতটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও গোটা পাঁচেক ওয়েব সিরিজ মুক্তির অপেক্ষায়। যেহেতু এ পেশাটাকে ভালোবাসি, সেহেতু আগামীতে প্রযোজনা করার ইচ্ছা আছে।

মিডিয়াতে আর নতুন কোনো খবর?

নতুন খবর বলতে তথ্যমন্ত্রীর সঙ্গে চীন ও বাংলাদেশ যৌথ উদ্যোগে চলচ্চিত্র নির্মাণের ব্যাপারে আলাপ-আলোচনা চলছে। আমিসহ চীনের কয়েকজন চলচ্চিত্র পরিচালক তথ্য মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে মিটিংও করেছি। পাশাপাশি টিভি বিজ্ঞাপন, স্টেজ উপস্থাপনা ও মিউজিক ভিডিওতে দেখতে পারবেন।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫