Logo
×

Follow Us

বিনোদন

ঢাকায় এসে মুগ্ধ নোরা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২২, ১০:২৪

ঢাকায় এসে মুগ্ধ নোরা

নোরা ফাতেহি। ছবি: সংগৃহীত

সব নাটকীয়তার অবসান ঘটিয়ে গতকাল শুক্রবার (১৮ নভেম্বর) ঢাকায় পৌঁছান নোরা ফাতেহি।

বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের মঞ্চে নোরা ফাতেহি।

ঢাকায় এসেই মঞ্চ মাতালেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের মঞ্চে ওঠেন তিনি।

নোরা ফাতেহি।

প্রথমে মঞ্চে নোরা ফাতেহির জমকালো এন্ট্রি। এরপর পর্দায় দেখানো হয় তার অভিনয় ও গান। পরে সহশিল্পীদের সাথে নিয়ে হাজির হন নোরা নিজেই। এ সময় সহশিল্পীদের সাথে নিজেও মেলান নাচের স্টেপ।

নোরা ফাতেহি।

ওমেন লিডারশিপ কর্পোরেশনের আয়োজনে ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে নোরার ঢাকায় আসা। অনুষ্ঠানে ওমেন লিডারশিপ বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন তিনি।

নোরা বলেন, আমি ঢাকায় এসে ‘সুপার এক্সাইটেড’। দ্বিতীয়বারের মতো এলাম। সবার এনার্জি দেখে আমার খুব ভালো লাগছে।

নোরা ফাতেহি।

এ সময় মঞ্চে দুই উপস্থাপক ছাড়াও ওমেন লিডারশিপ কর্পোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিক উপস্থিত ছিলেন।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫