Logo
×

Follow Us

বিনোদন

কেন নাচলেন না নোরা?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২২, ১৪:৫৫

কেন নাচলেন না নোরা?

নোরা ফাতেহি। ছবি: সংগৃহীত

গতকাল শুক্রবার (১৮ নভেম্বর) ঢাকায় আসেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। এদিন ঢাকায় ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগও দেন তিনি। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন হলে মঞ্চে উঠেন তিনি। তবে মঞ্চে উঠলেও নাচেননি নোরা ফাতেহি।

রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন হলের মঞ্চে নোরা ফাতেহি।

ভক্ত-অনুরাগীরা ভেবেছিল মঞ্চ মাতাবেন এই তারকা নৃত্যশিল্পী। কিন্তু টাকা দিয়ে টিকিট কিনেও হতাশ হতে হয় তাদের। অনুষ্ঠান শেষে একরাশ হতাশা নিয়েই বাড়ি ফেরেন তারা। এই হতাশা গোপনও রাখেননি অনেকে।

ভক্ত-অনুরাগীদের এমন হতাশ প্রতিক্রিয়ার পর মঞ্চে নোরার না নাচা নিয়ে কথা বলেছেন আয়োজক প্রতিষ্ঠান উইমেন লিডারশিপ করপোরেশনের প্রধান ইশরাত জাহান মারিয়া।

নোরা ফাতেহি।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, সরকারি প্রজ্ঞাপনে নোরা ফাতেহির পারফর্ম করার অনুমোদন ছিল না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাছাড়া তিনি সাত ঘণ্টা জার্নি করে এসেছেন। তাই তিনি অনেক ক্লান্ত ছিলেন। এ অবস্থায় আমাদেরও তাকে কিছু বলার ছিল না।

নোরা ফাতেহি।

এর আগে নানা নাটকীয়তার পর নোরা ফাতেহিকে বাংলাদেশে আসার অনুমতি দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫