
অভিনেতা আফরান নিশো। ছবি: সংগৃহীত
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সারা বছরই তার অভিনীত নাটকে বুঁদ হয়ে থাকেন দর্শকরা। অবশেষে সিনেমার নায়ক হচ্ছেন নিশো।
রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে নিশোর। সিনেমায় নিশোর নায়িকা হচ্ছেন তমা মির্জা। সিনেমাটির চিত্রধারণ দ্রুত শুরু হবে এবং আগামী বছরে কোনো একটি ঈদে মুক্তি পাবে এটি। চরকি ও আলফা আই স্টুডিওজ লিমিটেডের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি।

সিনেমাটির জন্য গত কয়েক মাস ধরে নিশো প্রস্তুত হচ্ছেন বলে জানা গেছে। এ কারণে তিনি নাটকে কাজও কমিয়ে দিয়েছেন। ওটিটির জন্য টুকটাক কাজ করছেন। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মাঝামাঝি সময়ে নিশোর প্রথম সিনেমার শুটিং শুরু হবে। সিনেমার বিষয়টি নিয়ে নিশো বলেন, ‘বড় পর্দার জন্য আমার প্রথম চুক্তিবদ্ধ হওয়া।

এখানে বিভিন্ন সেক্টরের কিছু মানুষ এক হয়েছি। স্ক্রিপ্ট, গল্প, শুটিং- সবকিছু খুব ভালোভাবে হলে তখন আমরা একটা ভালো কাজ দিতে পারব। আমাদের ডেডিকেশন, মেধা, একাগ্রতা নিয়ে যদি আমরা চেষ্টা করি তাহলে কাজটা বৃথা যাবে না।’
প্রেক্ষাগৃহে মুক্তির কয়েক মাস পর ছবিটি ওটিটি প্লাটফর্মে অবমুক্ত করা হবে। এদিকে ‘সুড়ঙ্গ’ ছবির ব্যাপারে পরিচালক রাফী বলেন, ‘এ বিষয়ে কোনো কথা বলতে পারছি না। তবে ১২ ডিসেম্বর বিস্তারিত জানাব।’