Logo
×

Follow Us

বিনোদন

ফের গুঞ্জন উসকে দিলেন মাহি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২, ১৮:৫৬

ফের গুঞ্জন উসকে দিলেন মাহি

মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি মা হতে চলেছেন। এটা সবারই জানা। তবে নতুন এক ফেসবুক স্ট্যাটাসে গুঞ্জনের সৃষ্টি হয়েছে। অনেকেই ভাবছেন সংসার ভাঙছে মাহির। 

গতকাল শনিবার (১৭ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট করেন। এরপরই শুরু হয় নানারকম গুঞ্জন।


এর আগে মাহিয়া মাহি ফেসবুকে লেখেন, খুব শক্ত করে একবার জড়ায় ধরবা?’ এ স্ট্যাটাসের পর অনেকেই ধারণা করছেন মাহির সংসারে টানাপোড়ন চলছে।

প্রসঙ্গত, বাংলাদেশ ছাড়াও কলকাতায় বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী। ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। ইতোমধ্যে অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন মাহি।


এছাড়া সিনেমার পাশাপাশি এবার রাজনীতিতে যোগ দিয়েছেন এ নায়িকা। অভিনয় করলেও স্বামী-সংসার ও ব্যবসায়ও সময় দিতে হয় তাকে। দ্বিতীয় বিয়ের পরে চলতি বছরের প্রথমে মা হতে যাওয়ার খবর জানান। আর বর্তমানে অন্তঃসত্ত্বা মাহি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫