১৪ নভেম্বর বসছে ফোক ফেস্টের আসর

এশিয়ার লোকসংগীতের সর্ববৃহৎ আসর ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ এবারো শুরু হচ্ছে নভেম্বরে। পঞ্চমবারের মতো আয়োজিত এই ফেস্ট আগামী ১৪ নভেম্বর শুরু হয়ে তিন দিনব্যাপী চলবে আর্মি স্টেডিয়ামে। 

আয়োজক প্রতিষ্ঠান সান ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী জানান, ‘১৪-১৬ নভেম্বর তিনদিনব্যাপী ফোক ফেস্টের পঞ্চম আসর আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।’

লোকসংগীতের প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা ‘ম্যাজিক বাউলিয়ানা’ উপলক্ষে বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান আয়োজকরা। 

শিগগিরই সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়োজনের বিস্তারিত জানানো হবে বলে নিশ্চিত করেছে সান ফাউন্ডেশন।

বরাবরের মতো এবারো দর্শকরা বিনামূল্যে শুধুমাত্র অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন। ২০১৫ সালের ১৪ নভেম্বর পাঁচ দেশের শতাধিক শিল্পী নিয়ে প্রথমবারের মতো আয়োজন করা হয় এ উৎসবের। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //