
ফাইল ছবি
শেকসপিয়ারের ‘ম্যাকবেথ’ অবলম্বনে নির্মিত ‘মায়া’ সিনেমার শুটিং শেষ হওয়ার পর অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার ফার্স্ট লুক প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।
পরিচালক রাজর্ষি দের পরিচালনায় নির্মিত মায়া সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। টলিউডে নিজের প্রথম চলচ্চিত্রে তিন বয়সের তিন চরিত্রে হাজির হবেন বাংলাদেশের এ অভিনেত্রী।
প্রকাশিত ছবিতে দেখা যায়- মিথিলার পরনে কালো আলখাল্লা পোশাক। মাথায় কাচা-পাকা চুল। চুলের কিছু অংশে ঝট বেঁধেছে, রুদ্রাক্ষের মালা গলায়। আর চোখে-মুখে ক্ষোভের ছায়া।
মিথিলা বলেন, এটা ম্যাকবেথের অনুপ্রেরণায় তৈরি হলেও হুবহু গল্প তুলে ধরা হয়নি। ম্যাকবেথের চরিত্রগুলো সবই এখানে রয়েছে, তবে গল্পটা নারীর দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে। এ কারণেই নাম রাখা হয়েছে ‘মায়া’।
মিথিলা আরো বলেন, ‘তিনটি আলাদা বয়সে, আলাদা লুকে দেখা যাবে আমাকে। এমন থিমের কাজ আগে কখনো করিনি। কাজটি করতে গিয়ে সবকিছু আমার কাছে নতুন মনে হয়েছে। টলিউডে এটি আমার প্রথম কাজ। আশা করি, আমার অভিনয় সবার ভালো লাগবে’।
পরিচালক রাজর্ষি বলেন, ‘আমার মনে হয় নাটকটা যে সময়ে লেখা, তখন অভিনয়ের জন্য নারী চরিত্র পাওয়া যেত না বলেই হয়ত ম্যাকবেথকে সামনে রাখা হয়েছিল। কাহিনীর আসল চালিকাশক্তি কিন্তু লেডি ম্যাকবেথই। নারীর ক্ষমতায়নের আঙ্গিক থেকেই ধরতে চেষ্টা করেছি গল্পটাকে’।
মিথিলা জানান, মায়া ছবিটি ওটিটিতে নয়, হলেই মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে সেটা কবে এখনই বলা যাচ্ছে না।
মায়া সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, সুদীপ্তা চক্রবর্তী, সৌরভ দাস, তনুশ্রী চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তীসহ আরো অনেকে।