মাত্র ২৭ বছরেই চলে গেলেন সাবেক মিস ব্রাজিল গ্লেসি কোরিয়া। মস্তিষ্কে রক্তক্ষরণ ও হার্টঅ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
জানা গেছে, টনসিলের অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন গ্লেসি। অস্ত্রোপচারের পরই তার রক্তক্ষরণ শুরু হয়। গত ৪ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হন। তখন থেকেই কোমায় চলে যান। গত দুই মাস ধরে কোমায় ছিলেন তিনি।
অবশেষে গত সোমবার (২০ জুন) মারা যান গ্লেসি। মঙ্গলবার (২১ জুন) তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
প্রসঙ্গত, ২০১৮ সালে মিস ব্রাজিল শিরোপা জেতেন গ্লেসি কোরিয়া। পেশাদার মডেল ও বিউটিশিয়ান হিসেবে তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে।
সূত্র: এনডিটিভি
বিষয় : গ্লেসি কোরিয়া মিস ব্রাজিল মৃত্যু
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh