Logo
×

Follow Us

বিনোদন

না ফেরার দেশে বরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২২, ১০:৫৭

না ফেরার দেশে বরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদ

শর্মিলী আহমেদ। ছবি: ফেসবুক

বাংলাদেশে নাটক ও সিনেমায় সমান জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

আজ শুক্রবার (৮ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শর্মিলী আহমেদ। ছবি: ফেসবুক

মঞ্চ, টিভি ধারাবাহিক, খণ্ড নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রীর অভিনয় জীবন শুরু হয় মাত্র চার বছর বয়স থেকে। সেই থেকে প্রায় চারশোটি নাটক ও দেড়শ’টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয় জীবনে মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সাবলীল অভিনয়ের মাধ্যমে সহজেই জিতে নিয়েছেন দর্শকের মন। খ্যাতিমান এই অভিনেত্রীর জন্ম ১৯৪৭ সালে।

অভিনয়ে ক্যারিয়ারের শুরুতে শর্মিলী আহমেদ ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। পরবর্তীতে ছোট পর্দার মা, দাদি কিংবা ভাবির চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে শক্তিশালী অবস্থান তৈরি করেছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫