Logo
×

Follow Us

বিনোদন

কিংবদন্তি সংগীত পরিচালক আলম খান মারা গেছেন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২২, ১৩:৩০

কিংবদন্তি সংগীত পরিচালক আলম খান মারা গেছেন

আলম খান

বাংলা গানের কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলম খান মারা গেছেন।

আজ শুক্রবার (৮ জুলাই) বেলা ১১টা ৩২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আলম খানের ছেলে সংগীত পরিচালক আরমান খান তার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, তার বাবার প্রথম জানাজা আজ শুক্রবার বিকেল সাড়ে চারটায় চ্যানেল আই প্রাঙ্গণে ও দ্বিতীয় জানাজা বাদ আসর এফডিসিতে অনুষ্ঠিত হবে।

আলম খানের সুর ও সংগীতে শ্রোতাপ্রিয় গানের মধ্যে আরও রয়েছে – ‘জীবনের গল্প বাকি আছে অল্প’, ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘কি জাদু করিলা’, ‘ওরে নীল দরিয়া’, ‘তুমি যেখানে আমি সেখানে’, ‘সবাই তো ভালোবাসা চায়’, ‘ভালোবেসে গেলাম শুধু’, ‘চাঁদের সাথে আমি দেবো না’, ‘আমি একদিন তোমায় না দেখিলে’, ‘সাথীরে যেও না কখনো দূরে’, ‘কাল তো ছিলাম ভালো’, ‘চুমকি চলেছে একা পথে’ এবং ‘তেল গেলে ফুরাইয়া’ ইত্যাদি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫