কিছুদিন ধরে বিরল অটোইমিউন রোগ মায়োসাইটিসে ভূগছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সুস্থ হতে স্বাভাবিকের তুলনায় বেশ সময় লাগছে তার। ব্যক্তিগত জীবনেও সময়টা একদমই ভালো যাচ্ছেনা এ অভিনেত্রীর। সম্প্রতি আগে নাগা চৈতন্যর সাথে বিবাহ বিচ্ছেদ হয়েছে সামান্থার।
সব প্রতিকূলতার মাঝে কাজ চালিয়ে গেছেন সামান্থা। এবার গুণশেখর পরিচালিত ‘শকুন্তলম’ ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। এ সিনেমায় জোট বেধেছেন দেব মোহনের সাথে।
নিজের আসন্ন সিনেমার ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে কাঁদলেন অভিনেত্রী।
এক দিকে বড় পর্দায় ছবির ট্রেলার চলছে অন্য দিকে অঝোরে কাঁদছেন সামান্থা। কেন কাঁদছেন প্রশ্ন করতে নায়িকার জবাব, ‘জীবনে অনেক ঘাত-প্রতিঘাত পেরোতে হয়েছে, অনেক কষ্ট পেয়েছি।’
বিষাদের সুর অভিনেত্রীর গলায়। তবে হতোদ্যম হতে রাজি নন তিনি। তার কথায়, ‘জীবনে যা-ই হোক, সিনেমার প্রতি আমার ভালোবাসা সবসময় অটুট থাকবে। একমাত্র সিনেমাই সেই ভালোবাসা একশ গুণ করে ফিরিয়ে দেয়।’
তবে মন ভালো করতে কাজে ফিরেছেন সামান্থা। ‘শকুন্তলম’-এর ডাবিংয়ের ছবি ভাগ করে নিয়ে সামান্থা লেখেন, ‘শিল্পই আমার সব মনখারাপের ওষুধ।’
‘শকুন্তলম’ ছবিতে সামান্থা-দেব মোহন ছাড়াও অভিনয় করেছেন কবীর বেদি, প্রকাশ রাজ, অদিতি বালন, গৌতমী-সহ আরও অনেক নামীদামি অভিনেতা। এই ছবিতেই প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে দক্ষিণী তারকা আল্লু অর্জুনের মেয়ে আল্লু আরহাকে। ছবিটি ভারতজুড়ে হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh