ক্যারিয়ারের শুরু থেকেই একটু ব্যতিক্রমধর্মী দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। অভিনয় থেকে সাজসজ্জা সবখানেই তার সবার থেকে আলাদা পরিমিতিবোধ। ব্যক্তিগত জীবনেও এ নায়িকা বেশ প্রশংসিত। ধর্মকর্মেও ভীষণ অনুরাগী এই নায়িকা। শোনা যাচ্ছে, এ কারণেই অভিনয়ে ইতি টানছেন তিনি চলেছেন সাই পল্লবী।
এর আগেও অভিনয় ছাড়ার গুঞ্জন উঠেছিল এ নায়িকার। তবে সে সময় অভিনয় ছাড়ার কারণ হিসাবে ডাক্তারি পেশায় পুরোপুরি মনোনিবেশ করার কথা সামনে এসেছিল।
অভিনয়ের মতো পড়াশোনার ক্ষেত্রেও বেশ সফল এ নায়িকা। জর্জিয়া থেকে চিকিৎসাবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। কোয়েম্বাতুরে নিজের হাসপাতালও রয়েছে তার।
সম্প্রতি নেটদুনিয়ায় সাদা পোশাকে ধর্মীয় আচার হেতাই হাবাবা-তে তোলা তার একটি ছবি অভিনয় ছাড়ার নতুন জল্পনা সৃষ্টি করেছে। নেটপাড়ার একাংশের দাবি, ধর্মের কারণেই অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন তিনি!
উল্লেখ্য, ২০০৩ সালে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ ঘটে সাই পল্লবীর। তারপর ডাক্তারি পড়াশোনা চলাকালীন ফের প্রস্তাব পান ছবিতে কাজ করার। মালয়ালম ‘প্রেমাম’ ছবির মাধ্যমেই নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষিক্ত হন। সাইয়ের সর্বশেষ ছবি ‘গার্গী’ বিপুল জনপ্রিয়তা পেয়েছিল দর্শক মহলে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh