Logo
×

Follow Us

বিনোদন

বিয়ের পিঁড়িতে বসছেন আথিয়া-রাহুল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩, ১৬:০৩

বিয়ের পিঁড়িতে বসছেন আথিয়া-রাহুল

আথিয়া শেঠি ও রোকেশ রাহুল। ছবি: সংগৃহীত

দীর্ঘ কয়েক বছর প্রেমের পর আগামী ২৩ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন ভারতীয় অভিনেত্রী আথিয়া শেঠি ও তারকা ক্রিকেটার রোকেশ রাহুল। দক্ষিণী রীতিতেই জাঁকজমকভাবে গায়ে হলুদ-মেহেদি-সঙ্গীতসহ আয়োজিত হবে বিয়ের অনুষ্ঠান।

গুঞ্জনে শোনা যাচ্ছে আথিয়া ও রাহুলের বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে পরিবার। সুনীল শেঠির খাণ্ডালার বাংলো জাহানে বসবে হবু দম্পতির রাজকীয় বিয়ের আসর। ২২ জানুয়ারি সংগীতানুষ্ঠান।

আথিয়া শেঠি ও রোকেশ রাহুল। ছবি: ইন্সটাগ্রাম

এক সূত্রে জানা গেছে আথিয়ার বিয়ের সাজ-পোশাক ডিজাইন করেছেন ওমি প্যাটেল। অন্যদিকে, রাহুলের পোশাকের দায়িত্বে রয়েছেন রাহুল বিজয়।  

আথিয়ার বাবা সুনীল শেঠি প্রকাশ্যে জানিয়েছিলেন, রাহুলের এখন টাইট শিডিউল, তাই বিয়ের জন্য সময় বের করা খুব কঠিন। এ দিকে বিসিসিআইয়ের কাছে ছুটির আবেদনও করেছেন রাহুল।

আথিয়া শেঠি ও রোকেশ রাহুল। ছবি: ইন্সটাগ্রাম

বিসিসিআইয়ের স্পষ্ট বিবৃতি, 'পারিবারিক প্রতিশ্রুতির কারণে কেএল রাহুল এবং অক্ষর প্যাটেল নিউজিল্যান্ড হোম সিরিজে থাকছেন না।' এখানেই নেটিজেনের একাংশের দাবি, পারিবারিক প্রতিশ্রুতি বলতে হয়তো বিয়ের কারণেই এই হোম সিরিজে খেলছেন না রাহুল।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউড এবং ক্রিকেট জগতের তারকারা। সালমান খান, জ্যাকি শ্রফ, অক্ষয় কুমারের মতো বলিউড তারকারা সুনীল শেঠির কন্যার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আমন্ত্রিত মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি-আনুশকা শর্মা, রোহিত শর্মা, ময়াঙ্ক আগরওয়াল, হার্দিক পাণ্ডিয়া মতো ক্রিকেটাররা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫