কর্ণাটকের কন্নড় ভাষাভাষী এলাকায় শুধুমাত্র হিন্দিতেই গান করায় গায়ক কৈলাস খেরের ওপর বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
স্থানীয় সময় গতকাল রবিবার (৩০ জানুয়ারি) রাতে রাজ্যের বিজয়নগর জেলায় হাম্পি উৎসবে এ ঘটনা ঘটে।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রাতে অনুষ্ঠানের সমাপনী শিল্পী হিসেবে গান গাইতে ওঠেন কৈলাস খের। এরপর তিনি কয়েকটি হিন্দি গান করেন। এরমধ্যেই শ্রোতা সারি থেকে তার ওপর হামলার ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম বলছে, অনুষ্ঠানে কন্নড় ভাষায় কোনো গান না করে শুধু হিন্দি গান করার শ্রোতারা ক্ষুব্ধ হয়ে ওঠেন।
এদিকে এ ঘটনার জেরে প্রদীপ (২২) ও সুরাহ (২১) নামে স্থানীয় দুই যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ বলছে, ওই শ্রোতা বোতল ছুড়ে মারলেও সেটি গায়কের গায়ে লাগেনি। সেটি তাকে পাশ কাটিয়ে মঞ্চে পড়ে। ওই সময় গায়ক তার গান চালিয়ে যাচ্ছিলেন। পড়ে এক কর্মকর্তা সেই বোতল সরিয়ে ফেলেন।
ঐতিহাসিক বিজয়নগর সাম্রাজ্যের ঐতিহ্যকে স্মরণে শুক্রবার তিন দিনের হাম্পি উৎসব শুরু হয়। সেটিই রবিবার শেষ হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বিনোদন ভারত কৈলাস খের হিন্দি গান
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh