Logo
×

Follow Us

বিনোদন

রমজানে ইসলামী গান নিয়ে আসছেন হিরো আলম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:২৩

রমজানে ইসলামী গান নিয়ে আসছেন হিরো আলম

হিরো আলম। ছবি: সংগৃহীত

এবারের রমজানে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের জন্য ইসলামী গান নিয়ে আসছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। নির্বাচনের ব্যস্ততা শেষে ফের কাজে ফিরছেন তিনি। বর্তমানে বিভিন্ন ইভেন্ট ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ ইউটিউবার। 

এতোদিন তাকে প্রযোজনার পাশাপাশি অভিনয় ও গানে দেখা গেলে ভক্ত অনুরাগীদের সামনে নতুনভাবে ধরা দিবেন তিনি। আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) এ তথ্য জানান হিরো আলম। 

তিনি বলেন, গান তো মাঝে মাঝেই করি। আমার শুভাকাঙ্ক্ষীরা সবসময় সাপোর্ট করেন আমাকে। তাদের জন্য এবার ভিন্ন উদ্যোগ নিয়েছি।

হিরো আলম বলেন, সামনে পবিত্র রমজান মাস। এ জন্য সিদ্ধান্ত নিয়েছি—রমজানে ইসলামী গান করব। রোজার শুরুর দিকে এসব গান মুক্তি পাবে।

ইসলামী গানগুলোর গীতিকার, সুরকার ও সংগীতায়োজনের ব্যাপারে তিনি আরও বলেন, ইসলামী গান নিয়ে যারা কাজ করেন তাদের নিয়েই কাজ করব আমি। দেশের জনপ্রিয় গীতিকার-সুরকারদের দিয়েই করা হবে আমার গানগুলো। এ নিয়ে কাজও শুরু করেছি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫