আজ কলকাতায় বসছে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২২’। গত কয়েক বছর ধরে বলিউডের পাশাপাশি টালিউডেও এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এবার সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন জয়া আহসান। সায়ন্তন মুখার্জির ‘ঝরা পালক’ সিনেমার জন্যে এ মনোনয়ন পেয়েছেন তিনি। তবে এবারই প্রথম নয়। এর আগেও তিনবার এ অ্যাওয়ার্ড পেয়েছিল দুইবাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া।
একই বিভাগে মনোনয়ন পেয়েছেন গার্গি রায় চৌধুরী, ঋতুপর্ণা সেনগুপ্ত, স্বস্তিকা মুখার্জি, শুভশ্রী গাঙ্গুলী ও পিয়ালি সামান্তা। ধারণা করা হচ্ছে, এবারও পুরস্কার ঘরে তুলবেন জয়া।
এ প্রসঙ্গে গণমাধ্যমকে জয়া বলেন, ‘এটা ঠিক, পুরস্কার পেলে অবশ্যই ভালোই লাগে। আর ফিল্মফেয়ার পুরস্কারটি তো বেশ সম্মানজনক। যারা মনোনয়ন পেয়েছেন, তারা সবাই এ স্বীকৃতির যোগ্য। আর বিচারের ভার তো সম্মানিত সমালোচক জুরি সদস্যদের হাতে। দেখা যাক কী হয়।’
প্রসঙ্গত, সম্প্রতি বলিউডেও পা রেখেছেন জয়া। পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে ‘করক সিং’ সিনেমায় কাজ করেছেন তিনি। সিনেমাটির পরিচালক ছিলেন অনিরুদ্ধ রায় চৌধুরী।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh