প্রধানমন্ত্রীর সাহায্য চাইলেন চিত্রনায়িকা মাহি

ওমরাহ পালন শেষে বাড়ি ফিরতে পারেননি চিত্রনায়িকা মাহিয়া মাহি। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানেরা সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়ার আগে গতকাল শুক্রবার (১৭ মার্চ) নিজেই গ্রেপ্তারের আশঙ্কা করেছিলেন এই নায়িকা।

উল্লেখ্য, ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় চিত্রনায়িকা মাহিকে আজ শনিবার (১৮ মার্চ) বেলা ১২টার দিকে তাকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

এর আগে গতকাল শুক্রবার মাহি বলেন, ‘আমাদের নামে দুইটি মামলা হয়েছে। তারা আমাদের নামে মামলা করতে পারে করুক, আমাদের গ্রেপ্তার করতে পারে করুক। কিন্তু আমি মনে করি এসব ক্ষমতাধরদের প্রধানমন্ত্রী ছাড়া কেউ শাস্তি দিতে পারবেন না।’

প্রসঙ্গত, গতকাল শুক্রবার রাতে গাজীপুরের বাসন থানার এসআই রোকন মিয়া বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মাহি ও তার স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে এ মামলা করেন।

এছাড়া জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেছেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //