গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবে কোন দিন কোন নাটক

আজ শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে সম্মেলন জাতীয় সঙ্গীত, উদ্বোধনী নৃত্য ও প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে ১২ দিনব্যাপী আয়োজিত দ্বাদশ গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব ২০২৩ এর শুভ উদ্বোধন হয়েছে।

দেখে নিন কোন দিন কোন নাটক থাকছে-

৬ অক্টোবর শুক্রবার

থিয়েটার বেইলী রোড প্রযোজনা

মেরাজ ফকিরের মা

রচনা ও নির্দেশনা: আবদুল্লাহ আল মামুন

৭ অক্টোবর শনিবার 

সংস্তব (ভারত) প্রযোজনা উড়ন্ত তারাদের ছায়া

রচনা ও নির্দেশনা: দেবাশীষ রায়

৮ অক্টোবর রবিবার

পুলিশ থিয়েটার প্রযোজনা

অচলায়তনে অপ্সরী

রচনা ও নির্দেশনা: জাহিদ রহমান

৯ অক্টোবর সোমবার

অনুস্বর প্রযোজনা রায়মঙ্গল

উপন্যাস: সুমন মজুমদার

নাট্যরূপ ও নির্দেশনা: সাইফ সুমন

১০ অক্টোবর মঙ্গলবার

প্রাচ্যনাট প্রযোজনা অচলায়তন

রচনা: রবীন্দ্রনাথ ঠাকুর

নির্দেশনা: আজাদ আবুল কালাম

১১ অক্টোবর বুধবার

প্রাঙ্গণেমোর প্রযোজনা ঈর্ষা

রচনা: সৈয়দ শামসুল হক

নির্দেশনা: অনন্ত হিরা

১২ অক্টোবর বৃহস্পতিবার

নাট্যকেন্দ্র প্রযোজনা তীর্থযাত্রী

মূল রচনা: হুমায়ুন কবির

নাট্যরূপ: হুমায়ুন কবির ও তৌকির আহমেদ

নির্দেশনা: তৌকির আহমেদ

১৩ অক্টোবর শুক্রবার 

ডলস থিয়েটার (ভারত) প্রযোজনা Taming of the wild (পাপেট শো)

রচনা ও নির্দেশনা: সুদিপ গুপ্তা

১৪ অক্টোবর শনিবার

বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (বাফা) প্রযোজনা

নকশী কাঁথার মাঠ (নৃত্যনাট্য)

রচনা: জসিম উদ্দিন

নাট্যরূপ: এ কে এম মুজতবা

নির্দেশনা: রাহিজা খানম ঝুনু

১৫ অক্টোবর রবিবার

অনিক (ভারত) প্রযোজনা ব্রাহ্মণ

গল্প: দিবেন্দু পালিত

নাট্যরূপ: রজত ঘোষ

নির্দেশনা: অরূপ রায়

১৬ অক্টোবর সোমবার

লোক নাট্যদল (সিদ্ধেশ্বরী) প্রযোজনা

আমরা তিনজন

রচনা: বুদ্ধদেব বসু

নির্দেশনা: লিয়াকত আলী লাকী

১৭ অক্টোবর মঙ্গলবার

বাংলা থিয়েটার প্রযোজনা

নীলদর্পন

রচনা: দীনবন্ধু মিত্র

নির্দেশনা: মামুনুর রশীদ

এক্সপেরিমেন্টাল থিয়েটার হল

৬ অক্টোবর শুক্রবার

বাতিঘর প্রযোজনা

ভগবান পালিয়ে গেছে

রচনা ও নির্দেশনা: মুক্তনীল

৭ অক্টোবর শনিবার

আরণ্যক নাট্যদল প্রযোজনা

নানকার পালা

রচনা: আবদুল্লাহ আল মামুন

নির্দেশনা: ফয়েজ জহির

৮ অক্টোবর রবিবার

ঢাকা পদাতিক প্রযোজনা

ট্রায়াল অব সূর্যসেন

রচনা ও নির্দেশনা: মাসুম আজিজ

নবনাট্য নির্দেশনা: নাদের চৌধুরী

৯ অক্টোবর সোমবার

দেশ নাটক প্রযোজনা পারাপার

রচনা: মাসুম রেজা

নির্দেশনা: ফাহিম মালেক ইভান

১০ অক্টোবর মঙ্গলবার

আজকের প্রজন্ম (ভারত) প্রযোজনা

অধরা মাধুরী

রচনা : ইন্দ্রনীল দে

নির্দেশনা: সায়ন বিশ্বাস

১১ অক্টোবর বুধবার

ঢাকা থিয়েটার প্রযোজনা

পঞ্চনারী আখ্যান

রচনা: হারুন রশীদ

নির্দেশনা: শহীদুজ্জামান সেলিম

১২ অক্টোবর বৃহস্পতিবার

প্রতিভাস প্রযোজনা

জয়া প্রজায়িনী

মূল: সফোক্লেস এর রাজা ইডিপাস

রূপান্তর: সলিল সরকার

নির্দেশনা: মুনির হেলাল

১৩ অক্টোবর শুক্রবার

কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র (ভারত) প্রযোজনা ভোরের বারান্দা

রচনা: প্রদীপ্ত ভট্টাচার্য

নির্দেশনা: কিশোর সেনগুপ্ত

১৪ অক্টোবর শনিবার

শব্দ নাট্যচর্চা কেন্দ্র প্রযোজনা

পীরচানের পালা

রচনা: সৈয়দ শামসুল হক

নির্দেশনা: খোরশেদুল আলম

১৫ অক্টোবর রবিবার

হৃৎমঞ্চ প্রযোজনা হ্যাপি ডেজ

রচনা: স্যামুয়েল বেকেট

অনুবাদ: কবীর চৌধুরী

নির্দেশনা: শুভাশিস সিনহা

১৬ অক্টোবর সোমবার

গোবরডাঙ্গা নকশা (ভারত) প্রযোজনা বিনোদিনী

নাটক: মৈনাক সেনগুপ্ত

নির্দেশনা: আশিস দাস

স্টুডিও থিয়েটার হল

৬ অক্টোবর শুক্রবার 

একতা নাট্য গোষ্ঠী প্রযোজনা ১৯৭১

রচনা: হুমায়ুন আহমেদ

নির্দেশনা: মানস কর

৭ অক্টোবর শনিবার

 সংসপ্তক থিয়েটার, বগুড়া প্রযোজনা ভাগীরথীর ভাগ্যরথ

উপন্যাস: মনি হায়দার

নাট্যরূপ ও নির্দেশনা: রাজা ফকির

৮ অক্টোবর  রবিবার

মৈত্রী থিয়েটার প্রযোজনা মেহেরজান

রচনা: মান্নান হীরা

নির্দেশনা: সূচনা তিসা

৯ অক্টোবর সোমবার

উত্তরীয় থিয়েটার প্রযোজনা

বঙ্গমাতা

রচনা: আনিসুর রহমান

নির্দেশনা: দিব্যেন্দু উদাস

১০ অক্টোবর মঙ্গলবার

নাটনন্দন প্রযোজনা

বিষ পবনের গীত

রচনা ও নির্দেশনা: আসমা আখতার লিজা

১১ অক্টোবর বুধবার 

থিয়েটার প্রযোজনা নিখাই

রচনা ও নির্দেশনা: গাজী রাকায়েত

১২ অক্টোবর বৃহস্পতিবার

কারিশমা সাংস্কৃতিক দল প্রযোজনা বাল্মিকী প্রতিভা

রচনা: রবীন্দ্রনাথ ঠাকুর

নির্দেশনা: মোঃ আমির হোসেন ও নূপুর নাহার

১৩ অক্টোবর শুক্রবার

নাট্যধারা প্রযোজনা স্বর্ণময়ী

রচনা: গাজী রহিসুল ইসলাম তমাল

নির্দেশনা: লিটু সাখাওয়াত

১৪ অক্টোবর শনিবার

অনিক (ভারত) প্রযোজনা

ভালোবাসা

রচনা: সুদীপ্ত ভৌমিক

নির্দেশনা: অরূপ রায়

১৫ অক্টোবর রবিবার

সৌখিন থিয়েটার প্রযোজনা

অন্তরালের আয়না

রচনা: দারিও ফো

নির্দেশনা: হামিদুর রহমান পাপ্পু

১৬ অক্টোবর সোমবার

ভিশনি থিয়েটার প্রযোজনা

গালিভারের সফর

গল্প: আবুল মনসুর আহমদ

নাট্যরূপ: গোলাম সারোয়ার

নির্দেশনা: গোলাম শাহরিয়ার সিক্ত

বাংলাদেশ মহিলা সমিতি

৬ অক্টোবর শুক্রবার

 থিয়েটার আর্ট ইউনিট প্রযোজনা কোর্ট মার্শাল

রচনা ও নির্দেশনা: এস এমন সোলায়মান

৭ অক্টোবর শনিবার

মহাকাল নাট্য সম্প্রদায় প্রযোজনা শিখণ্ডী কথা

রচনা: আনন জামান

নির্দেশনা: রশীদ হারুন

৮ অক্টোবর রবিবার

এথিক প্রযোজনা নেতা যে রাতে নিহত হলেন

রচনা ওনির্দেশনা: রেজানুর রহমান

৯ অক্টোবর সোমবার

লোক নাট্যদল (বনানী) প্রযোজনা সুন্দর

রচনা: মোহিত চট্টোপাধ্যায়

নির্দেশনা: কামরুন নূর চৌধুরী

১০ অক্টোবর মঙ্গলবার

বাগেরহাট থিয়েটার ও ফরিদপুর থিয়েটার প্রযোজনা রাজা গিলগামেশ

রচনা: তুষার রায়

নির্দেশনা: শামীম আহমেদ

১১ অক্টোবর বুধবার

চন্দ্রকলা প্রযোজনা তামাশা

রচনা ও নির্দেশনা: এইচ আর অনিক

১২ অক্টোবর বৃহস্পতিবার

কণ্ঠশীলন প্রযোজনা

তাজমহলের টেণ্ডার

রচনা: অজয় শুক্লা

অনুবাদ: সফিকুন্নবী সামাদী

নির্দেশনা: মীর বরকত

১৩ অক্টোবর শুক্রবার

নাগরিক নাট্যি সম্প্রদায় প্রযোজনা অন্তরে বাহিরে চিত্রাঙ্গদা

নাটক: রবীন্দ্রনাথ ঠাকুর

নির্দেশনা: সারা যাকের

১৪ অক্টোবর শনিবার

সময় প্রযোজনা ভাগের মানুষ

নাটক: মান্নান হীরা

নির্দেশনা: আলী যাকের

১৫ অক্টোবর রবিবার

দৃশ্যপট প্রযোজনা সক্রেটিসের জবানবন্দি

রচনা: শিশিরকুমার দাশ

নির্দেশনা: আলী মাহমুদ

১৬ অক্টোবর সোমবার

নাট্যম রেপার্টরী প্রযোজনা কোথায় জলে মরাল চলে

রচনা: মোহন রাকেশ

অনুবাদ: অংশুমান ভৌমিক

নির্দেশনা: আইরিন পারভীন লোপা

জাতীয় সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি মিলনায়তন

৬ অক্টোবর শুক্রবার

আবৃত্তি পরিষদ নওগাঁ আবৃত্তি প্রযোজনা জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন ও ধৃতি নর্তনালয়ের প্রযোজনা নৃত্যনাট্য দেশ

৭ অক্টোবর শনিবার

কথক নৃত্য সম্প্রদায় প্রযোজনা নৃত্যনাট্য জেনির কার্ল ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর প্রযোজনা গীতিআলেখ্য ৭২ এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা ও সম্প্রীতির বাংলাদেশ চাই

৮ অক্টোবর রবিবার

কণ্ঠবীথি'র প্রযোজনা শ্রুতিঅভিনয় রথের রশি ও দিব্য সাংস্কৃতিক সংগঠনের প্রযোজনা নৃত্যনাট্য ঋতুর দেশ বাংলাদেশ

৯ অক্টোবর সোমবার

কথা আবৃত্তি চর্চা কেন্দ্রের প্রযোজনা আবৃত্তি বন্ধ ঘরের আগল ভাঙো ও তক্ষশীলা পল্লী বাংলার ব্রতচারী সংঘর প্রযোজনা ব্রতচারী নৃত্য "বিশ্ব মানব হবি যদি শাশ্বত বাঙালি হ"

১০ অক্টোবর  মঙ্গলবার

মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের প্রযোজনা আবৃত্তি কথামানবী ও বহ্নিশিখা'র প্রযোজনা গীতিআলেখ্য হেই সামালো

১১ অক্টোবর বুধবার

ঋষিজ শিল্পীগোষ্ঠীর প্রযোজনা ফকির আলমগীরের কণ্ঠের গান ভয় নেই কোন ভয়-জয় বাংলার জয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের প্রযোজনা গীতিনৃত্যাভিনয় পরশ নদীর বাঁকে

১৫ অক্টোবর রবিবার

পঞ্চভাস্কর এর প্রযোজনা গীতিআলেখ্য মানুষ ভজলে সোনার মানুষ হবি ও স্রোত আবৃত্তি সংসদের প্রযোজনা আবৃত্তি আমরা তোমাদের ভুলবো না

১৬ অক্টোবর সোমবার

কিংবদন্তী আবৃত্তি পরিষদের প্রযোজনা আবৃত্তি শুদ্ধ আত্মার সম্মিলন ও নন্দনকলা কেন্দ্রের প্রযোজনা নৃত্যনাট্য দুজনাকেই দেখব সমান

১৭ অক্টোবর মঙ্গলবার

বাকশিল্পাঙ্গনের প্রযোজনা আবৃত্তি সবার উপরে মানুষ সত্য ও উঠোন সংস্কৃতি চর্চা প্রতিষ্ঠানের গীতিআলেখ্য সবার উপরে মানুষ সত্য।

এবারের ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব-২০২৩’ এর সহযোগিতায় থাকছে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সাউথইস্ট ব্যাংক লিমিটেড।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //