গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব: রবিবার মঞ্চস্থ হবে ট্রায়াল অফ সূর্যসেন

দ্বাদশ গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের তৃতীয় দিন আগামীকাল রবিবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে নাটক অচলায়তনের অপ্সরী। এটি প্রযোজনা করেছে পুলিশ থিয়েটার। এক্সপেরিমেন্টাল হলে মঞ্চস্থ হবে ট্রায়াল অফ সূর্যসেন। এটি প্রযোজনা করেছে ঢাকা পদাতিক। স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে মেহেরজান। এটি প্রযোজনা করেছে মৈত্রী থিয়েটার প্রযোজনা।

বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হবে নেতা যে রাতে নিহত হলেন। এটি প্রযোজনা করেছে এথিক প্রযোজনা। শিল্পকলা একাডেমীর জাতীয় সঙ্গীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে মাগুরার দল কণ্ঠবীথি শ্রুতিঅভিনয় করবে 'রথের রশি'। দিব্য সাংস্কৃতিক সংগঠন ঋতুর দেশ বাংলাদেশ এই নৃত্যনাট্যটি পরিবেশন করবে।

ট্রায়াল অফ সূর্যসেন নাটকের সার সংক্ষেপ :

১৯৩৩ সালের ১৬ ফেব্রুয়ারি ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা বিপ্লবী সূর্যসেন পুলিশের হাতে ধরা পড়েন। অনতিকাল পরে তারকেশ্বর দস্তিদার এবং কল্পনা দত্তও ধরা পড়েন। ১৯৩০ সালের ২৪ জুলাই দায়ের করা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মামলায় তিনজনের বিশেষ আদালতে বিচার হয়। অতিদ্রুত বিচার কাজ শেষ করে ১৯৩৩ সালের ৪ আগস্ট সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারকে ফাঁসির আদেশ এবং কল্পনা দত্তকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। ১৯৩৪ সালের ১২ জানুয়ারি চট্টগ্রাম কারাগারে সূর্যসেন ও তারকেশ্বরের ফাঁসি কার্যকর করা হয়। এই ঐতিহাসিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে 'ট্রায়াল অব সূর্যসেন' নাটকটি সেই বিচার প্রক্রিয়াকে পুননিরীক্ষণ করে। চরিত্র চিত্রণ এবং বর্ণনাধর্মী-জিজ্ঞাসার মধ্য দিয়ে মঞ্চে এই সত্য উন্মোচিত হয় যে, 'ন্যায়' ভূলুণ্ঠিত করেছিলো এই বিচার প্রক্রিয়া এবং পুরো প্রক্রিয়াটি পরিচালিত হয়েছিলো সূর্যসেন-হত্যার অন্যায়কে বৈধতাদানের উদ্দেশ্যে। প্রহসনমূলক এই বিচার কার্যক্রমের অসারতা তুলে আনার পাশাপাশি এ নাটকে প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ দখল দায়িত্বের অন্যায্যতার বিপরীতে স্বাধীনতাকামী বৈপ্লবিক দার্ঢ্যের মহান চেতনা। এই সাথে প্রতিষ্ঠিত হয় পূর্ববঙ্গে জন্ম নেয়া বিপ্লবী সূর্যসেন স্বাধীনতা-আকাঙ্ক্ষার যে বীজ এ মাটিতে রোপণ করেছিলেন, একটি ধারাবাহিকতার মধ্য দিয়ে তা পল্লবে-পুষ্পে পরিপুষ্ট হয়েছে আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধে; বাংলাদেশ-রাষ্ট্রের জন্মে।

নাটক:

ট্রায়াল অফ সূর্যসেন।

রচনা ও নির্দেশনা: মাসুম আজিজ।

নব নির্দেশনা: নাদের চৌধুরী।

সেট পরিকল্পনা: মাসুম আজিজ ও কিরিটি রঞ্জন বিশ্বাস।

আলো পরিকল্পনা: আমিনুর রহমান আযম

আবহ সংগীত: আবুল বাসার সোহেল।

পোষাক পরিকল্পনা: আইরিন পারভীন লোপা।

মঞ্চ সামগ্রী: খন্দকার আতিক।

মঞ্চ ব্যবস্থাপনা: শ্যামল হাসান।

প্রযোজনা অধিকর্তা: মিজানুর রহমান।

সার্বিক তত্বাবধানে: গোলাম কুদ্দুছ


চরিত্র:

নাদের চৌধুরী: সূর্যসেন।

মাহবুবা হক কুমকুম/ কাজী শিলা: কল্পনা দত্ত।

মামুন উর রশীদ:  উকিল-১।

মন্জুরুল ইসলাম নান্টু: উকিল-২।

হাসনাহেনা শিল্পী: প্রীতিলতা।

শ্যামল হাসান: তারকেশ্বর দস্তিদার, অম্বিকা চক্রবর্তী।

সাবিহা জামান: নেত্র সেনের স্ত্রী।

মনির উজ্জামান তালুকদার: ব্রজেন।

আখতার হোসেন: নির্মল সেন।

আল আমিন স্বপন: রামকৃষ্ণ, ভোলা।

সুমন ঘোষ: লোকনাথ বল, পুলিশ।

রবিউল মিল্টন: নেত্র সেন, মিঃক্রেগ।

খন্দকার আতিক: পুলিশ, কাকা।

মীর ফারজানা নিপা: স্নেহ লতা, পতিতা।

শাহনাজ জয়া: সাবিত্রী, পতিতা।

টিম সদস্য সংখ্যা ২০-২২

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //