Logo
×

Follow Us

বিনোদন

জেনির কামব্যাক

Icon

বিনোদন রিপোর্ট

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৩, ১৮:২৩

জেনির কামব্যাক

নওরীন হাসান জেনি। ছবি: সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নওরীন হাসান জেনি। করোনাকালীন সময়সহ দীর্ঘদিন আড়ালে ছিলেন তিনি। তবে আবার দর্শকের সামনে আসছেন অভিনেত্রী। 

টিভি নাটকে নয়, এ গ্ল্যামারকন্যা এবার থাকছেন সিনেমায়। খুব শিগগির মুক্তি পাচ্ছে বদরুল আনাম সৌদের ‘শ্যামা কাব্য’ সিনেমা।  এতে তাকেও দেখা যাবে। 

কামব্যাক প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, করোনার সময় থেকে আমি একটু দূরে আছি। করোনায় আক্রান্ত হয়ে আমার বাবাও মারা গেছেন। তবে অনেক দিন ভেবেছি কাজে ফিরবো। সেই ভাবনা থেকে এ সিনেমাতে কাজ করেছি। এখন থেকে নিয়মিত কাজ করতে চাই। টিভি নাটক-সিনেমাসহ যে কোনো প্ল্যাটফরমের জন্য আমি প্রস্তুত আছি।

প্রসঙ্গত, আশরাফুল আলম রিপনের নির্দেশনায় পান্থ শাহরিয়ারের রচনায় ‘এপিট ওপিট’ নাটকের মধ্য দিয়ে জেনির অভিনয়ে অভিষেক হয়। বিজ্ঞাপনে জেনির যাত্রা শুরু হয় ‘লিবার ব্রাদার্স’ যখন ‘ইউনিলিভারস’ হয়, সেই সময়ে অমিতাভ রেজার নির্দেশনায় ‘ইউনিলিভারস’র বিজ্ঞাপনের মধ্যদিয়ে। এরপর পণ্ডস, একটেল, এ্যাপোলো হসপিটাল, বিডি মসলা, মেরিল বেবী প্রোডাক্টসের বিজ্ঞাপনে মডেল হন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫