অভিনেত্রী সুষমা সরকার। সমানতালে কাজ করছেন টেলিভিশন নাটক ও মঞ্চে। সম্প্রতি দেশ নাটকের ২৫তম প্রযোজনা ‘পারো’তে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। নাটকটি রচনা করেছেন মাসুম রেজা। জুনের ২৯ তারিখ থেকে জুলাইয়ের ২ তারিখ পর্যন্ত টানা চার দিন জাতীয় শিল্পকলার স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটি প্রদর্শিত হয়। প্রতিদিনই ছিল দর্শকের উপচে পড়া ভিড়। মঞ্চে আলো ছড়িয়েছেন তিনি।
সুষমা জানান, নাটকটি নিয়ে দর্শকের এত আগ্রহ ছিল; শেষের দিন অতিরিক্ত ১৫টি আসন বাড়াতে হয়েছিল। নাটকটি নিয়ে এত প্রত্যাশা করিনি। মধ্যবিত্ত নারীর জীবনের গল্প উঠে এসেছে নাটকে। নাটকটি দেখে নারী দর্শকরা আমাকে জড়িয়ে ধরে আবেগ প্রকাশ করেছেন। সুষমা দীর্ঘদিন মঞ্চে কাজ করছেন। তবু ‘পারো’ নিয়ে উদ্বিগ্ন ছিলেন।
তিনি বললেন, মাসখানেক রিহার্সেলের পর ‘পারো’ করেছি। প্রথম দিন নার্ভাস ছিলাম। টেনশন হচ্ছিল কী হবে ভেবে। বেশি নার্ভাস হলে পরে নার্ভাসনেস কাজ করে না। আমার ক্ষেত্রে তাই হয়েছিল। মঞ্চে ওঠার পর আর নার্ভাসনেস কাজ করেনি। নাটক শেষ হওয়ার পর দর্শকের এত প্রতিক্রিয়া পেয়েছি যা অভিভূত করেছে। সুষমা দম নিয়ে যোগ করলেন, নাটকে আমি ৭টি চরিত্রে অভিনয় করেছি।
উপস্থিত দর্শকরা বলেছেন, তারা এক সেকেন্ডের জন্যও মনোযোগ হারাননি। এটাই মঞ্চে অভিনয়ের সার্থকতা। মঞ্চে সুষমার তিনটি নাটক চলছে। ‘পারো’ ছাড়া অন্য দুটো নাটক ‘জলবাসর’ ও ‘নিত্যবাসর’। তিনি বলেন, সামনের মাসে ‘পারো’র শো আছে। ১৬ জুলাই ও ২২ জুলাই ‘নিত্যপুরাণ’-এর শো ছিল। দেশের সার্বিক পরিস্থিতির জন্য শো হয়নি। ‘জলবাসর’ বড় আয়োজন করতে হয় বলে প্রস্তুতির জন্য সময় লাগে। মঞ্চের বাইরে সুষমা ব্যস্ত টেলিভিশন ধারাবাহিকে।
সে ব্যস্ততা প্রসঙ্গে বলেন, ধারাবাহিক নাটক ‘ক্যাম্পাস’ নিয়ে ব্যাপক সাড়া পেয়েছি। ‘ভালোবাসার চতুষ্কোণ’ ও ‘কাজের পুতুল’-এর অনেক দিন বাদে এমন সাড়া পেলাম। রাজশাহী গেলে দর্শকের প্রচুর প্রতিক্রিয়া পাই। এ ছাড়া কাজ করছি ‘মিলন হবে কত দিনে’ ও ‘বকুলপুর’ ধারাবাহিকে। শিহাব শাহীনের ‘গোলাম মামুন’ ওয়েব সিরিজেও এ অভিনেত্রীর অভিনয় প্রশংসিত হয়েছে।
তিনি বলেন, এ কাজের জন্য সাবেরী আলম আপা ও চঞ্চল চৌধুরী ভাই প্রশংসা করেছেন। আমার অভিনয় তাদের ভালো লেগেছে বলে জানিয়েছেন। কানাডা থেকে ডলি জহুর আন্টি ভালো লাগার কথা জানিয়েছেন। আসলে অগ্রজ সহশিল্পীদের প্রশংসা পেলে চমৎকার অনুভূতি হয়। সবশেষে সুষমা জানালেন শিগগির আরেকটি ওয়েব সিরিজ নিয়ে হাজির হচ্ছেন তিনি। মঞ্চ, টেলিভিশন ও ওটিটি-অভিনয়েই কাটছে তার দিনরাত্রি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : সুষমা সরকার অভিনেত্রী
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh