হলিউড অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। চলতি বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘ডুন ২’-তেও দেখা গেছে অভিনেত্রীকে। এটি ছাড়াও এই তরুণ অভিনেত্রী আলোচনায় রোমান্টিক কমেডি-ড্রামাধর্মী সিনেমা ‘উই লিভ ইন টাইম’ দিয়ে। আগামী ১১ অক্টোবর মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে। জন ক্রোলি পরিচালিত সিনেমাটিতে তিনি ছাড়াও আছেন অ্যান্ড্রু গারফিল্ড।
এদিকে ২০২৫ সালে মুক্তির অপেক্ষায় থাকা ‘থান্ডারবোল্ট’ সিনেমাটি দিয়ে আবারও মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে ফিরবেন ২৮ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেত্রী। যা নিয়ে দারুণ রোমাঞ্চিত তিনি।
মার্কিন অনলাইন গণমাধ্যম পিপলডটকমে তিনি বলেন, ‘অনেক দিন ধরে ছবিটির সঙ্গে যুক্ত আমরা। চেষ্টা করছি দর্শকের প্রত্যাশা পূরণের।’ সিনেমাটিতে তাকে দেখা যাবে ‘ইলেলেনা বেলোভা’ চরিত্রে। ২০২১ সালে মুক্তি পাওয়া ব্ল্যাক উইডোতে প্রথমবার চরিত্রটি করতে দেখা যায় পিউকে। জেক শ্রেয়ার পরিচালিত সিনেমাটির গল্প সম্পর্কে জানানো হয়নি।
তবে পিউ বলছেন, সিনেমাটিতে এমন কিছু দর্শক দেখবেন, যা মার্ভেলের ছবিতে আগে দেখা যায়নি। ফ্লোরেন্স পিউয়ের ক্যারিয়ার বিশ্লেষণ করলে অদ্ভুত বৈপরীত্য লক্ষ করা যায়। কম বাজেটের স্বাধীন ঘরানার সিনেমা যেমন করেছেন, তেমনি আবার মার্ভেলের সিনেমাও করেছেন।
গত বছর ব্রিটিশ সাময়িকী ‘টোটাল ফিল্ম’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে ২৭ বছর বয়সী এই তারকা বলেছেন, ক্যারিয়ারজুড়েই এ বৈচিত্র্য ধরে রাখতে চান তিনি। ২০১৬ সালে লেডি ম্যাকবেথ দিয়ে নজর কাড়েন ফ্লোরেন্স পিউ। ছবিটির জন্য ব্রিটিশ ইনডিপেনডেন্ট ফিল্ম অ্যাওয়ার্ডও জেতেন। এরপর টেলিভিশন সিনেমা ‘কিং লিয়ার’ ও মিনি সিরিজ ‘দ্য লিটল ড্রামার গার্ল’ দিয়ে অভিনেত্রী হিসেবে সমালোচকদের সমীহ আদায় করে নেন। পরেরটির জন্য বাফটায় সেরা নবাগত তারকার মনোনয়নও পান।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : হলিউড ফ্লোরেন্স পিউ অভিনেত্রী ডুন ২
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh