শেখ হাসিনা সরকার টানা ১৫ বছর ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগ রাজনৈতিক দলের নেতা ও দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসান দ্বারা নির্যাতন ও তার কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ইভা রহমান।
এক ভিডিও বার্তায় ইভা অভিযোগ করেন, ২০২২ সালে তার বিরুদ্ধে দুইটি মিথ্যা মামলা করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের একটি গ্রুপ। এই মামলা পরিচালনার কথা বলে ও ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে এই ড. কাজী এরতেজা হাসান।
ইভা বলেন, মামলার ভয় দেখিয়ে জোরপূর্বক তার ফ্লাট দখল করে নেয়। তিনি আওয়ামী লীগ নেতাদের ভয় দেখিয়ে স্বর্ণালংকার, নগদ অর্থ হাতিয়ে নিয়েছে।
ভিডিও বার্তায় তিনি আরো বলেন, কাজী এরতেজা হাসান বিগত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ক্ষমতাসীন দলের নেতা শামীম ওসমান, জাহাঙ্গীর কবির নানক ও সরকারের বিভিন্ন মন্ত্রীদের নাম ভাঙিয়ে সব সময় ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে সঞ্চয়পত্র, ব্যাংকের এফবিয়ার হাতিয়ে নেন এবং তার স্বামী ও সন্তানকেও হত্যার হুমকি দেয়। তার ভয়ে আমার সন্তানকে ৩ মাস স্কুলে পাঠাতে পারিনি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : শেখ হাসিনা আওয়ামী লীগ ইভা রহমান অর্থ আত্মসাৎ বিনোদন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh