বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই অনলাইন কিংবা অফলাইন দুই মাধ্যমেই শিল্পীদের স্পষ্ট বিভক্তি লক্ষ করা গেছে। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে একপক্ষ নেমেছিলেন রাস্তায়, অন্যদিকে আরেক পক্ষ কথা বলেছেন ক্ষমতাচ্যুত সরকারের পক্ষ নিয়ে।
বিশেষ করে হোয়াটসঅ্যাপ গ্রুপ স্ক্রিনশট ফাঁস হওয়ার পর শিল্পীদের এই বিভক্তির কারণে মিডিয়ায় বিরাজ করছে অস্থিরতা। শিল্পীদের সেই সম্পর্কটা এতটাই নিচে নেমেছে যে একে অপরের নাম নিয়ে ধিক্কার জানাচ্ছেন, বিচারের দাবিও করছেন কেউ কেউ।
বিষয়টি নিয়ে কথা বলেছেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য শিল্পীদের নিজ দায়িত্বে ক্ষমা চাওয়া কথাও বলেছেন তিনি।
মামুনুর রশীদ গণমাধ্যমকে বলেন, শিল্পীরা সেই গ্রুপে এমনটা করে দায়িত্বশীলতার পরিচয় দেয়নি। তারা এমন সব কমেন্ট করেছে, যেটা ক্ষমার অযোগ্য। এসব উক্তি একজন শিল্পীর কাছ থেকে অনভিপ্রেত বলে মনে করি। গরম পানি ঢেলে দাও-এটা একজন শিল্পী বলতে পারে না। যারা এসব উক্তি করেছে, তাদের দায়িত্ব নিজেদেরই নিতে হবে।
গোপন গ্রুপে স্ক্রিনশট নিয়ে শিল্পীদের মাঝে বিভাজন সৃস্টি হয়েছে বলেও মানে করেন এই নাট্যজন। সেই সঙ্গে অনেক শিল্পী হয়রানির শিকারও হচ্ছেন বলে মনে করেন মামুনুর রশিদ।
তিনি তার কথায়, ‘আমি শিল্পীদের মধ্যে স্পষ্ট বিভাজন লক্ষ করছি, যেটা অত্যন্ত বেদনাদায়ক। এটা যে কীভাবে সমাধান হবে, সেটাই বুঝতে পারছি না। আমার মনে হয়, সেই শিল্পীদের উচিত হবে নিজ দায়িত্বে ক্ষমা চাওয়া। তবে এত দিন পরে এই কথাগুলো তুলে আরও বিভাজন সৃষ্টি করা উচিত নয়। যে স্ক্রিনশটগুলো ফাঁস হয়েছে, সেখানে অভিনয়শিল্পীদের ফোন নম্বর দেওয়া ছিল। এর কারণে অনেকে হয়রানির শিকার হচ্ছে। এটাও তো ঠিক নয়।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh