৮১তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

সেরা অভিনেত্রী নিকোল কিডম্যান

৮১তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামল। গত ২৮ আগস্ট শুরু হওয়া ১১ দিনের এই আয়োজন শেষ হয়েছে ৭ সেপ্টেম্বর। সমাপনী চলচ্চিত্র হিসেবে দেখানো হয় ইতালির পুপি আভাতি পরিচালিত ‘দ্য আমেরিকান ব্যাকইয়ার্ড’।

চলচ্চিত্র উৎসবের মর্যাদাসম্পন্ন স্বর্ণসিংহ (গোল্ডেন লায়ন) পুরস্কার জিতেছে খ্যাতিমান স্প্যানিশ পরিচালক পেদ্রো আলমোদোভারের ‘দ্য রুম নেক্সট ডোর’। এটাই তার পরিচালিত প্রথম ইংরেজি ভাষার চলচ্চিত্র।

এদিকে ভেনিসে সেরা অভিনেত্রী হয়েছেন অস্ট্রেলিয়ান-আমেরিকান তারকা নিকোল কিডম্যান। ইরোটিক থ্রিলার ‘বেবিগার্ল’-এ অভিনয়ের জন্যই পুরস্কারটি উঠেছে তার হাতে। ‘বেবিগার্ল’ চলচ্চিত্রে যৌন আকাঙ্ক্ষায় ডুবে থাকা দৃঢ়চেতা সিইও রোমি চরিত্রে তার অভিনয় বিচারকদের মন কেড়েছে। দাম্পত্য জীবনে স্বামীর সঙ্গে অসন্তুষ্টি থেকে অফিসের শিক্ষানবিশ তরুণ স্যামুয়েলের সঙ্গে গোপনে সম্পর্ক গড়ে ওঠে রোমির। অসম বয়সী উদ্দাম প্রেমে জড়ানোর কারণে ক্যারিয়ার ও পরিবার উভয় দিক দিয়ে বিপাকে পড়ে এই নারী। যৌনতায় ভরপুর ছবিটিতে নারীর আকাঙ্ক্ষা ও অস্তিত্বের সংকট তুলে ধরা হয়েছে।

গত ৩০ আগস্ট সালা গ্র্যান্ড থিয়েটারে ‘বেবিগার্ল’ চলচ্চিত্রের বিশ্ব প্রিমিয়ারে ছিলেন নিকোল কিডম্যান। তবে মায়ের মৃত্যুর খবর পেয়ে অস্ট্রেলিয়া ফিরে যাওয়ায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ছিলেন না ৫৭ বছর বয়সী এই অভিনেত্রী। ২০০২ সালে ‘দ্য আওয়ার্স’ ছবির জন্য সেরা অভিনেত্রী বিভাগে অস্কার জিতেছেন তিনি। ‘বেবিগার্ল’ তাকে আবারও অস্কারে সাফল্য এনে দিতে পারে বলে আশা করা হচ্ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh