বিটিভির নতুন কুঁড়ি অনুষ্ঠানে নৃত্যশিল্পী হিসেবে পথচলা শুরু করেন অভিনেত্রী আনিকা কবির শখ। সে বছরে শিশুশিল্পী হিসেবে ‘স্বাক্ষর’ নাটকে অভিনয় করেন তিনি। তার পর ‘অদ্ভুতুড়ে’ নাটকের মাধ্যমে নায়িকা চরিত্রে অভিনয় শুরু করেন তিনি। যদিও শখের পরিচিতি বাড়ে বিজ্ঞাপনচিত্র দিয়ে। বড় পর্দায়ও কাজ করেন এ গ্ল্যামারকন্যা। ‘বল না তুমি আমার’ ও ‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবিতে দেখা গেছে তাকে।
এর মধ্যে ক্যারিয়ারের তুঙ্গে থাকার সময়ে প্রেম-বিয়ে ও ডিভোর্সের খবরে ছিলেন এ অভিনেত্রী। তিনিও নিজেকে অনেকটা আড়ালে নিয়ে যান। তবে এ অভিনেত্রী এখন আবার আগের মতোই কাজ করছেন বলে জানান। এবার ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হচ্ছে জনপ্রিয় অভিনেত্রী আনিক কবির শখের। দীপ্ত প্লেতে আজ (১০ অক্টোবর) মুক্তি পাচ্ছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘ত্রিভুজ’। এতে তিনি জনপ্রিয় অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে জুটি বেঁধেছেন। আলোক হাসানের পরিচালনায় ওয়েব ফিল্মটিতে আরও অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, ফারিন খান, সোহেল মন্ডল, মৌসুমী মৌ।
আলোক হাসান বলেন, একটি দুর্ঘটনাকে ঘিরে সমাজের তিনটি স্তরের তিনটি দম্পতির নীতি, আদর্শ, নৈতিকতার মনস্তাত্ত্বিক ভেদাভেদের গল্প ‘ত্রিভুজ’। বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে সোশ্যাল ড্রামা বেইজ্ড স্টোরি খুব একটা দেখা যায় না। আশা করছি থ্রিলার, মার্ডার মিস্ট্রি, রোমান্টিক ফিল্মের ভিড়ে সম্পূর্ণ সোশ্যাল ড্রামা বেইজ্ড স্টোরি দীপ্ত প্লে অরিজিনাল ফিল্ম ‘ত্রিভুজ’ দর্শক অনেক পছন্দ করবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh