ঢাকায় আসছেন আতিফ আসলাম

ঢাকায় গান শোনাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে অংশ নেবেন তিনি। এটি আয়োজন করছেন  ট্রিপল টাইম কমিউনিকেশন।

এর আগে, গত এপ্রিল মাসে ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে পারফর্ম করেছিলেন আতিফ আসলাম।

এরইমধ্যে আয়োজকরা নিজেদের ফেসবুকে পেজে আতিফ আসলামের জনপ্রিয় গান ‘কুচ ইস তারহা’ গানের মিউজিক শেয়ার করে এই কনসার্ট আয়োজনের ঘোষণা দেয়।

মিউজিক শুনে নেটিজেনরা বুঝে নিয়েছেন এই কনসার্টে গাইবেন আতিফ। আনুষ্ঠানিকভাবে দু একদিনের মধ্যে নিশ্চিত করবেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পিআর ও কমিউনিকেশন ডিরেক্টর আরিফা শবনম।

তিনি বলেন, ‘আতিফ আসলাম ঢাকায় আসছেন। আপাতত এতটুকু বলতে পারি। ২৯ নভেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে গান শোনাবেন তিনি। সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। তবে তিনি একা নন, দ্রুতই পুরো লাইন আপ ঘোষণা করব। আশা করছি, আগামী সপ্তাহ থেকে আগ্রহ শ্রোতারা টিকিট কিনতে পারবেন

আতিফ আসলাম ছাড়াও আরও থাকবেন পাকিস্তানের আবদুল হান্নান ও বাংলাদেশের জনপ্রিয় শিল্পী তাহসান এবং ব্যান্ড কাকতাল

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh