আলো ছড়াতে চান মিথিলা

ফ্যাশন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ গ্ল্যামারাস তানজিয়া জামান মিথিলা। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ ছিলেন তিনি। একাধিকবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন সুন্দরী প্রতিযোগিতায়। এবার মিথিলা মডেল তকমা ছেড়ে অভিনয়ে মনোযোগ দিয়েছেন। আগামী দিনে অভিনেত্রী হয়েই আলো ছড়াতে চান তিনি।

মিথিলার সঙ্গে যখন আলাপ হয় তখন তিনি শুটিংয়ে। তিনি বলেন, “আমার প্রথম কাজ বলিউডের সিনেমা হায়দার খানের ‘রোহিঙ্গা’। এ কাজটির জন্য ভালো সাড়া পেয়েছিলাম। সিনেমাটি করার পর অভিনয়ে নিয়মিত হওয়ার অনুপ্রেরণা পেয়েছি। মডেলিং থেকে অভিনয়ে ক্যারিয়ার শিফট করছি। সামনের দিনে আমাকে নিয়মিত অভিনয়ে পাওয়া যাবে।” 


বলিউডে ক্যারিয়ার না গড়ে দেশের ইন্ডাস্ট্রিতে সময় দেওয়ার কারণ জানতে চাইলে আবেদনময়ী মিথিলা জানান, ‘আমি এখন বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে কাজ করতে ইচ্ছুক। অনেকটা প্রিয়াঙ্কা চোপড়ার মতো। সে বলিউডে প্রতিষ্ঠিত হয়ে বাইরে কাজ শুরু করেছে। আমিও ওভাবে চিন্তা করতে চাই।’

নিজেকে পুরোদস্তুর অভিনেত্রী হিসেবে গড়ে তুলতে প্রস্তুতি নিচ্ছেন মিথিলা। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘অভিনয় চ্যালেঞ্জিং কাজ। আমি দেড় বছর মডেলিং কমিয়ে দিয়েছি। মডেলিংয়ের ইমেজ যেন কমে যায়। অভিনয়ের জন্য কর্মশালা করছি। বিভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে তৈরি করতে হলে এর বিকল্প নেই। নাচও শিখছি।’ 


মিথিলার ভাবনায় এখন শুধু অভিনয়। তিনি তাই যোগ করলেন, ‘আমার মডেলিং ক্যারিয়ার অনেক বছরের। কয়েক দিন আগে মডেলিংয়ের জন্য একটি পুরস্কার পেলাম। সামনের পুরস্কার সেরা অভিনেত্রীর জন্য পাবো বলে প্রত্যাশা করছি। বিউটি পেজেন্টে অংশগ্রহণ করেছি। এ জায়গা নিয়ে আর ভাবছি না। মডেলিং বলতে ফটোশুট করছি। আর ফ্যাশন শোর শো স্টপার হিসেবে মঞ্চে দাঁড়াচ্ছি। 

সবশেষে মিথিলা জানালেন তাকে ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে শিগগির। একটি ওয়েব কনটেন্টে অভিনয় করেছেন তিনি। মিথিলার দেখা মিলবে সিনেমাতেও।

তিনি জানালেন, অভিনয়ের জায়গাটা বড়। ইদানীং সিনেমা হলে বড় আয়োজনের সিনেমা মুক্তি পাচ্ছে। তাই বাংলাদেশের সিনেমায় কাজের অনুপ্রেরণা পেয়েছি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh