উপদেষ্টা হওয়ার অনুরোধ জানিয়ে হিরো আলমকে ফোন

উপদেষ্টা হওয়ার অনুরোধ জানিয়ে অহরহই ফোন করছে মানুষ- সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। তবে তিনি এও জানান, তার উপদেষ্টা হওয়ার কোনো আগ্রহ নেই।

হিরো আলম বলেন, গত দুদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ আমাকে ফোন দিচ্ছেন। আমাকে নিয়ে পোস্ট করে বলা হচ্ছে যে মোস্তফা সরয়ার ফারুকীর চেয়ে হিরো আলম অনেক ভালো আছে। ফারুকী যদি হতে পারে, হিরো আলম কি দোষ করল?

উপদেষ্টা হওয়ার জন্য ফোন পাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, হিরো আলমকে শুরু থেকেই অনেক লোক দেখতে পারেন না। আমি এ জায়গায় এসে কথা বলছি নিজের যোগ্যতায়। কেউ আমাকে যদি সহযোগিতা করতেন, সাহস দিতেন, তাহলে দেশের জন্য অনেক কিছু করতে পারতাম। ইতোমধ্যে অহরহ কল আসছে। বলছে আমরা উপদেষ্টা হিসেবে আপনাকে দেখতে চাই। 

তিনি বলেন, এ রকম বহু কথা বলছে ফোন করে। অফার আসলেই তো গ্রহণ করা সম্ভব না। উপদেষ্টা দিতে চাইলেও আমি নেব না। কারণ তখন জনগণ বলবে ওর (হিরো আলম) যোগ্যতা নেই। যেহেতু যোগ্যতা নেই, তাই হিরো আলমের রাজনীতিতে ফেরারও সুযোগ নেই।

মোস্তফা সরয়ার ফারুকীকে উপদেষ্টা করার প্রসঙ্গে হিরো আলম বলেন, হিরো আলম কথা বলতে পারে, মানুষের পাশে দাঁড়াতে পারে। এগুলোই তো জনগণ চায়। ফারুকী ভাই কী হিসেবে উপদেষ্টা হলেন? জনগণ কেন কথাটা তুলে ধরছে? ফারুকী ভাই কি ছাত্র আন্দোলনের সঙ্গে ছিলেন? ছিলেন না। দেশের জনগণের জন্য তিনি কি কাজ করেছেন? তিনি নাটক-সিনেমা নিয়ে আছেন। 

তিনি বলেন, ভিপি নুর (নুরুল হক নুর) ভাই, আন্দালিব রহমান পার্থ ভাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী এ রকম আরও যারা ছাত্র আন্দোলনের সঙ্গে ছিলেন, যারা আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের পরিবার থেকে (উপদেষ্টা) হতে পারতেন।

ফারুকীর প্রসঙ্গে হিরো আলম আরও বলেন, তারা জনগণের জন্য কাজ করেতে ভয় করেন। তারা কীভাবে উপদেষ্টা হন এটা সবার প্রশ্ন। আপনি রাজপথে নিজের বুকটা পেতে দিলেন না কেন? বললেন না কেন আপনারা মারবেন না, একটা ছাত্রকে গুলি করার আগে আমার বুকে গুলি চালান। তাহলে বলতাম ছাত্র আন্দোলনে ছিলেন। 

তিনি বলেন, দেশের কোনো জায়গায় দুর্যোগ হলে তাকে (ফারুকী) আমি এক পোটলা মুড়ি নিয়ে গিয়ে পাশে দাঁড়াতে দেখিনি। কোথাও একটা লোক বিপদে পড়লে তাদের প্রতিবাদমূলক কথা বলতে দেখিনি। কারণ তারা জানেন যদি দেশের মানুষের জন্য কথা বলেন, তাহলে তাদের নাটক-সিনেমা বন্ধ করে দেবে।

বাংলাদেশের রাজনীতির প্রসঙ্গে হিরো আলম বলেন, আজ পাঁচ বছরের জন্য আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আওয়ামী লীগ চলে গেলে বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগকে পেটাচ্ছে। না হলে জেলখানায় ভরছে। আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপিকে পেটাচ্ছে, জেলে ভরছে। তাহলে রাজনীতি যারা করেন তাদের ভবিষ্যৎ কি? তাদের ভবিষ্যৎ অন্ধকার। বাংলাদেশের রাজনীতি বর্তমানে নোংরা হয়ে গেছে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh