‘লাল পাহাড়ির দেশে যা’ গানের স্রষ্টা অরুণ
চক্রবর্তী আর নেই। শুক্রবার গভীর রাতে চুঁচুড়ার ফার্ম সাইড রোডে তার বাসভবন 'সোনাঝুরি'-তে
হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে কবির বয়স হয়েছিল ৮০।
লাল পাহাড় ছেড়ে তিনি যেন এবার মেঘের দেশে যাত্রা করলেন।
কবির বৌমা সুদেষ্ণা চক্রবর্তী জানিয়েছেন, গতকাল তিনি কলকাতার
মোহরকুঞ্জে জঙ্গল মহল উৎসবে যোগ দিতে গিয়েছিলেন। সামান্য ঠান্ডা লেগেছিল, আর করোনার
পর থেকেই তার ফুসফুসের কিছু সমস্যা ছিল।
শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস করার পর অরুণ চক্রবর্তী হিন্দুস্থান মোটরে কাজ শুরু করেন। চাকরির সঙ্গে সঙ্গেই লেখালেখি চালিয়ে যেতেন। বহু কবিতা লিখেছেন তিনি। তবে ‘লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা’ তাকে বিশেষ পরিচিতি এনে দেয়। এই কবিতা পরবর্তীকালে গান হয়ে বিভিন্ন ভাষায় দেশে-বিদেশে জনপ্রিয়তা পায়। বাংলার লোকসংস্কৃতির প্রতি গভীর অনুরাগ ছিল তার। পাহাড়, জঙ্গল এবং আদিবাসী অঞ্চলে ঘুরে বেড়িয়ে তিনি লোকজ বিষয়বস্তু নিয়ে কাজ করতেন।
কবির মরদেহ চুঁচুড়ার রবীন্দ্র ভবনের মুক্তমঞ্চে শায়িত রাখা হবে, যেখানে গুণগ্রাহীরা তাকে শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর শ্যামবাবুর ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : অরুণ চক্রবর্তী লাল পাহাড়ির দ্যাশে যা সংগীত
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh