কাকে বিয়ে করলেন ‘বাজে স্বভাব’খ্যাত গায়ক

বিয়ে করলেন ‘বাজে স্বভাব’খ্যাত গায়ক রেহান রাসুল। শুক্রবার রাতে বিয়ের খবরটি প্রকাশ করেন তিনি সোশ্যাল মিডিয়ায়। পাত্রীর সঙ্গে একটি স্থিরচিত্র পোস্ট করে রেহান ক্যাপশনে লিখেছেন, ‘বিয়ে করেছি, শক খাইয়েন না, ঘটনা সত্য।’

রেহান রাসুলের স্ত্রীর নাম সাদিয়া ইসলাম। তিনি জানান, `এক বছরের প্রেমের সম্পর্ক থেকে বিয়ের পিড়িতে বসেন তারা ‘ তবে তাদের পরিচয় আরও অনেক আথেকেই ছিল।

রেহান রাসুল বলেন, আমাদের পরিচয় ২০১৬ সালে। একসাথে আমরা তখন এবিসি রেডিওতে কাজ করেছি। বৃষ্টি তখন ছয়-সাত মাস কাজ করেছিল প্রযোজক হিসেবে। তখন আমাদের মধ্যে শুধুই বন্ধুত্ব ছিল। ২০২৩ সালে এসে আমাদের আরেকটা আড্ডা হওয়া শুরু করে। ২০২৪ এর শুরু থেকে প্রেম। তারপর হঠাৎ বিয়ে করে ফেললাম।’

রেহান আরও বলেন, ‘আমরা বিয়েতে কোনো অনুষ্ঠান করিনি। আত্মীয়স্বজন কাউকে জানানোও হয়নি। দুই পরিবারের অভিভাবকপর্যায়ে মাত্র কয়েকজন উপস্থিত ছিলেন। গতকাল মনে হলো, কাকে আলাদা করে জানাব, কাকে আয়োজন করে জানাব, কে আবার মন খারাপ করবে, কে অভিমান করবে—এসব চিন্তা করতে করতে মনে হলো, বিয়ের খবরটা এবার জানিয়ে দেওয়া উচিত। তাই ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়ে দেওয়া, যার দোয়া করার করবেন। আমরা সবার শুভকামনা চাই।’

রেহান রাসুল তার গাওয়া প্রথম গান ‘বাজে স্বভাব’ দিয়ে বাজিমাত করেন। গানটির সংগীতায়োজন করেছিলেন পৃথ্বীরাজ। আর ‘নেটওয়ার্কের বাইরে...’ চলচ্চিত্রে গাওয়া প্রথম গান ‘রূপকথার জগতে’ গেয়ে আরও প্রশংসিত হন। সাম্প্রতিক সময়ে ‘প্রিয়তমা’ ছবিতে ‘গভীরে’ ও ‘তুফান’-এ ‘আসবে আমার দিন’ গানটি গেয়ে আলোচনায় আসেন তিনি।

 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh