বিটিভির প্যাকেজ প্রিভিউ কমিটি গঠন

পুনর্গঠিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের ‘প্যাকেজ প্রিভিউ কমিটি’। এ কমিটিতে জায়গা পেয়েছেন ১৫জন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (টিভি) মুহাম্মদ শরিফুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রকাশিত হয়েছে ১৫ সদস্যের এই তালিকা।

কমিটির সভাপতি হিসেবে আছেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক। সদস্য হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব। সদস্য সচিব হিসেবে আছেন বাংলাদেশে টেলিভিশনের অনুষ্ঠান ও পরিকল্পনা পরিচালক। এছাড়াও সংস্কৃতি অঙ্গনের ১২ জনকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটিতে আছেন অভিনেত্রী ইলোরা গওহর, অভিনেতা শাহেদ শরীফ খান, অভিনেত্রী তানজিকা আমিন, নির্মাতা রাজীব সালেহীন, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, লেখক, নাট্যকার ও সাংবাদিক অপূর্ণ রুবেল, সাংবাদিক আহমেদ তেপান্তর, অভিনেতা শাহেদ আলী, নির্মাতা ও অভিনেতা নিশক তারেক আজিজ, অভিনেতা রাশেদ মামুন অপু, নাট্যনির্মাতা মাইদুল ইসলাম রাকিব এবং অভিনেতা আরশ খান।

কমিটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে অপূর্ণ রুবেল তার প্রতিক্রিয়ায় বলেন, ‘আমার ধারণা যে কোনও সরকারি ‘প্রজ্ঞাপন’-এ নাম ওঠা একই সঙ্গে আনন্দের ও আতঙ্কের। এই প্রজ্ঞাপনটি পাবলিক হওয়ার পর থেকে অনেক কাছের মানুষ অভিনন্দন জানাচ্ছেন। অনেকেই বলছেন জুলাই আন্দোলনে মানসিক, শারীরিক ও সামাজিক মাধ্যমে যুক্ত থাকার কারণে এটা একটা উপহার। আমার আসলে এসব কিছুই মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে একটা নতুন কাজের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাওয়া গেলো। গত এক দশকের বেশি সময় ধরে যে নাটক লিখি সেটার একটা দায়িত্ব কাঁধে এলো।’ 

 

 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh