বিনোদন রিপোর্টার
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৫:০৭ পিএম
আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২ পিএম
নতুন বছরের প্রথমদিন দীপ্ত প্লে‘তে প্রচারে আসছে তুরস্কের বিখ্যাত ধারাবাহিক মুজিজে ডক্টর। তবে এটি বাংলায় ‘গুড ডক্টর‘ হিসেবে প্রচার হবে।
গল্পে দেখা যাবে-আলি বেফা একজন তরুণ ডক্টর যে অটিজমের সাথে সাথে সাভান্ট সিনড্রোমেও আক্রান্ত।
ফলে সে এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট আর অসাধারণ মেমোরির অধিকারী। অন্তর্মুখী স্বভাবের
কারণে আলি মানুষের সংস্পর্শ এড়িয়ে চলে তাই তার শৈশব কেটেছে সহপাঠীদের ঠাট্টা-নিগ্রহ
আর সামাজিক উপেক্ষায়। জীবনে তার একমাত্র ভরসাযোগ্য মানুষ ছিল বড় ভাই আহমেত যে সবসময়
তাকে আগলে রাখতো।
এ ধারাবাহিকে চরিত্র ও কন্ঠাভিনেতার তালিকাঢ খায়রুল আলম হিমু (আলী বেফা), মোর্শেদ সিদ্দিকী মরু (ফেরমান), জয়শ্রী মজুমদার লতা (নাযলি), মেরিনা আক্তার মিতু (কিভিলজিম), রুবাইয়া মাতিন গীতি (বেলিয), সজিব রায় (তানজু), তারভীর নাহিদ খান (দেমির), নাদিয়া ইকবাল (আজেলিয়া), শারমিন মৃত্তিকা (সেলভী), মির্জা জান্নাতুল আফরিন (গুলিন) এবং মশিউর রহমান দিপু (আদিল)।
কন্ঠাভিনয়ের সার্বিক তত্বাবধানে আছেন জয়শ্রী মজুমদার লতা। মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : দীপ্ত প্লে গুড ডক্টর তুরস্ক তুর্কী সিরিজ
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh