বিনোদন রিপোর্ট
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৩:৩৫ পিএম
আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ০৬:২২ পিএম
আওয়ামী লীগ সরকারের আমলে জমি বরাদ্দ পেতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করে চিঠি লিখেছিলেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। গত আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে হাসিনা দেশ ছেড়ে পালানোর পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।
তবে সে ঘটনার জন্য মোটেও অনুতপ্ত নন বলে জানিয়েছেন জয়। প্রয়োজনের জন্য যে কাউকে বাবা, মা, দাদা ডাকা যায় বলে মনে করেন তিনি। এদিকে আজ এক ফেসবুক পোস্টে নিজের ক্যারিয়ার নিয়ে আফসোসের কথা তুলে ধরেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় জয় লেখেন, ‘অভিনয় ক্যারিয়ারের ২৫বছর পার
করলাম। নানান উত্থান পতন সাফল্য এবং ব্যর্থতায় যা অর্জিত হয়েছে তা হচ্ছে অভিজ্ঞতা।
মাঝে আলোচিত উপস্থাপক হওয়ার কারণে প্রচুর দর্শক পরিচিতির পাশাপাশি পেয়েছি আপনাদের
অজস্র অভিমান। আহ যদি শুধু অভিনেতা ই হতে পারতাম!
তাহলে হয়তো শুধু ভালবাসাটাই পেতাম। অভিমান আর ঘৃণা না পেলে জীবনটা আরো মধুর হত। এক
জীবনে শত জীবনের বৈচিত্র নেওয়ার সুযোগ অভিনয় ছাড়া আর কোন কাজে নেই। আমি এখন জিম্মি।
বলেনতো জিম্মি কি?’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : শাহরিয়ার নাজিম জয় গণঅভ্যুত্থান বিনোদন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh