নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত
ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন আর নেই
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় মারা গেছেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি সেখানে
চিকিৎসাধীন ছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তনি স্বামীর
মৃত্যুর নিশ্চিত করে জানিয়েছেন, সে আর নাই। পোস্টে
তিনি লেখেন, ব্যাংকক সময় রাত ৩টা ৩ মিনিটে আমাকে সারা জীবনের মত একা
করে চলে গেছে।
তনির দ্বিতীয় স্বামী শাহাদাৎ হোসাইন ছিলেন
একজন সফল ব্যবসায়ী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন
তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। তনি ও তার স্বামীর মধ্যকার বয়সের
ব্যবধান নিয়ে সবসময় সমালোচনার শিকার হয়েছেন ।
ফেসবুক লাইভে এলে নানারকম ট্রলের মুখে পড়েন
এই নারী উদ্যেক্তা। এসবে তার কোনও তোয়াক্কা নেই। তিনি দিনশেষে নিজের ঘরে শান্তিতে
থাকতে চান বলেই অভিমত দিয়েছেন নানা সংবাদমাধ্যমে। বর্তমানে ফ্যাশন হাউস 'সানভিস বাই তনি'-এর স্বত্বাধিকারী তনি। সারা দেশে
তার ১২টি শোরুম রয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh