লক্ষ্যাপার: সুরের কোজাগরী

ফেব্রুয়ারির প্রথম সপ্তায় অনুষ্ঠিত হয়ে গেল লক্ষ্যাপার চতুর্দশ বার্ষিক শাস্ত্রীয় সংগীত সম্মিলন। উপমহাদেশের কিংবদন্তি তাল সাধক ওস্তাদ জাকির হোসেনকে উৎসর্গ করা এবারের আয়োজন সাজানো হয়েছিল দুই দিনব্যপী অনুষ্ঠানমালায়। ৬ ফেব্রুয়ারি, প্রথম দিনের আয়োজনে ঢাকা ও নারায়ণগঞ্জের কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাগাশ্রয়ী বাংলা গান পরিবেশনার পাশাপাশি লক্ষ্যাপার পরম্পরার শিশু শিক্ষার্থীদের সম্মেলক খেয়াল ও বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীদের খেয়াল ও সেতার বাদনে এক অভূতপূর্ব সুরের মূর্ছনায় শ্রোতারা মুগ্ধতায় আচ্ছন্ন হয়ে পড়ে।  

৭ ফেব্রুয়ারি, দ্বিতীয় দিনের শুরুতে ছিল ‘শাস্ত্রীয় সংগীত: পরিপ্রেক্ষিত ও প্রাসঙ্গিকতা’ শিরোনামে বক্তৃতা ও আলাপন। বিকেল ৩টার এই পর্বে সংগীতাচার্য ড. রেজোয়ান আলীর পরিচালনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা ও লক্ষ্যাপার পরম্পরার শিক্ষার্থীরা অংশ নেয়।

রাতভর শাস্ত্রীয় সংগীতের আসর: ‘সুরে কোজাগরীর’ শুরুতেই ওস্তাদ জাকির হুসেনের অনবদ্য একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয় এবং এরপরই উৎসর্গপত্র পাঠ ও তবলা শিল্পী সবুজ আহমেদের দল অন্তর্ধ্বনির তবলা লহরা পরিবেশনের মাধ্যমে এই গুণী তাল শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর লক্ষ্যাপার পরম্পরার শিশু শিক্ষার্থীদের খেয়াল পরিবেশনা শ্রোতাদের মন কেড়ে নেয়। শিল্পী প্রিয়াংকা গোপের পরিবেশনা রাগ ঝিঞ্ঝটি, শিল্পী মৃত্যঞ্জয় দাসের বাঁশিতে জনসম্মোহনী রাগ সত্যিকার অর্থেই দর্শক শ্রোতাদের সম্মোহিত করে তোলে। ধ্রুপদ শিল্পী ঋতুপর্ণা চক্রবর্তীর পরিবেশনা রাগ দেশ ও সঙ্গে শুষেণ কুমার রায়ের পাখোয়াজের গাম্ভীর্য গভীর রাতের নিস্তব্ধতাকে আরো গভীর করে তোলে। 

এরপর মঞ্চে আসেন শিল্পী অসিত দে। পরিবেশন করেন রাগ বাতস্পতি ও নায়েকী কানাড়া। শিল্পীর ধীরস্থির গায়কী মিলনায়তনের ভেতরে এক শান্ত আবহ সৃষ্টি করে। আর নায়েকী কানাড়ার করুণ সুর শ্রোতাদের এক গভীর অনুভূতিতে ডুবিয়ে রাখে। 

সম্মিলনের শেষ শিল্পী সুপ্রিয়া দাশের অসাধারণ পরিবেশনা, রাগ ভৈরব যেন ভোরের আবাহন। শিল্পীর কন্ঠে কবির ভজন এক আধ্যাত্মিক সুরমাধুর্যের আবেশ সৃষ্টি করে। এর মধ্য দিয়েই  লক্ষ্যাপার চতুর্দশ বার্ষিক শাস্ত্রীয় সংগীত সম্মিলনের সমাপ্তি ঘটে। সংগীতপ্রেমীরা এক অমোঘ সংগীতরসের অভিজ্ঞতা নিয়ে বিদায় নেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh