বিচ্ছেদের পর আবারো প্রেমের জোয়ারে ভাসছেন পরীমনি

ঢাকাই চলচিত্রের আলোচিত নায়িকা পরিমনি। ছবি দিয়ে যতটা না চর্চায় থাকেন তারচেয়ে বেশি আলোচনায় থাকেন ব্যক্তিজীবন নিয়ে। বিচ্ছেদের পর বর্তমানে পরীমনি সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তানকে বড় করছেন। কিন্তু এরই মধ্যে তার সঙ্গে সংগীতশিল্পী শেখ সাদীর নানা গুঞ্জন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে, পরীমনি আবারও প্রেমে পড়েছেন। তার ফেসবুক স্ট্যাটাস তেমন বার্তাই দিচ্ছে। গতকাল বুধবার (৫ মার্চ) রাতে ‘ভালোবাসার  মানুষের’ বাহুডোরে দেখা মিলল অভিনেত্রীর। 

পরীমনি

পরীমনি নিজেই সেই ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। যার ক্যাপশনে ০৫-০৩-২৫ তারিখ উল্লেখ করে পায়রার ইমোজি দিয়ে অভিনেত্রী লিখেছেন— প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে….. ????️। পরীমনি আরও বলেছেন, আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন। শুধু ওই মেঘ গর্জন না হোক। জীবন চলুক জীবনের মতন…….????।

পরীমনি

অনেকেই পরীমনির পাশে থাকা মানুষকে সংগীতশিল্পী শেখ সাদী বলে দাবি করেছেন। কেউ কেউ আবার নিজেকেই পরীমনির ভালোবাসার মানুষ বলে দাবি করেছেন। 

পরীমনি

অভিনেত্রী নিজেও বিষয়গুলো বেশ উপভোগ করছেন। ভক্তদের বিভিন্ন মন্তব্যে প্রতিক্রিয়া দিচ্ছেন, ভালোবাসা জানাচ্ছেন। 


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh