
শাকিব। বুবলি। রুবেল। নিলয়। ছবি: সংগৃহীত
এই মুহূর্তে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মাগুরায় ধর্ষণের শিকার হওয়া ৮ বছরের শিশু আছিয়া। ধর্ষণে অভিযুক্তদের জনসম্মুখে ফাঁসি ও জনপরিসরে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দেশের বিভিন্ন জেলায় মহাসড়ক অবরোধ করে আন্দোলন চলছে। সঙ্গে নিন্দার ঝড় বইছে সোশ্যাল মিডিয়াতে। এমন মর্মান্তিক ও ন্যাক্কারজনক ঘটনা সবার মনে দাগ কেটেছে, তারকা অঙ্গনও বিচারের দাবিতে হয়েছে সরব। ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি চাচ্ছেন তারকারা।
ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান এক ফেসবুক পোস্টে স্পষ্ট বিচার চাইলেন সেই ভুক্তভোগী শিশুটির জন্য। হ্যাশট্যাগে শিশুটির নাম উল্লেখ করে লেখেন, ‘উই ওয়ান্ট জাস্টিস’। মেগাস্টারের কাছ থেকে এমন প্রতিবাদ পেয়ে অনুরাগীরাও সহমত পোষণ করে বিচারের দাবি তুলেছেন। শাকিবের করা পোষ্টে মন্তব্য ঘরে তার অনুরাগীদের অধিকাংশই এ ঘটনার দ্রুত বিচার দাবি করেন, সঙ্গে প্রতিবাদও জানান।
ধর্ষণ থেকে রক্ষা পেতে নারীদের ‘কারাতে’ শিক্ষা জরুরী বলে মনে করছেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথোপকথনের সময় একথা বলেন তিনি। রুবেল বলেন, ‘আমি সবসময় বলে এসেছি কারাতে মেয়েদের জন্য খুবই দরকার। এর কোনো বিকল্প নেই। আমি মনে করি নারীদের জন্য মার্শাল আর্ট অপরিহার্য। প্রতিটি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় তরুণীদের এই কৌশল শেখা উচিত। আমরা যদি নারীদের কারাতের শিক্ষাটা দিতে পারি তাহলে ধর্ষণ থেকে ৭০ ভাগ পরিত্রাণ পাবো।


অভিনেতা নিলয় বলেছেন ধর্ষক কারো ভাই না, কারো বাবা না, কারো সন্তান বা কারো স্বামী না, ধর্ষকের একটাই পরিচয়, সে ধর্ষক। ধর্ষকের একটাই শাস্তি মৃত্যুদণ্ড।’ নিলয়ের এ দাবির সঙ্গে একমত পোষণ করেছেন তার অনুসারীরা। মন্তব্যের ঘরে অনুরাগীরা নিলয়ের সঙ্গে সহমত পোষণ করেছেন।

আমি নারী, আমি সব পারি না। পারতেও চাই না। তবে আমি যখন ‘মা’, তখন আমি সব পারি। মায়েরা যদি একসঙ্গে জেগে ওঠে তাহলে সব পশুকে ধ্বংস করা সম্ভব। সব নারী তাদের ব্যক্তিত্বে জ্বলে উঠুক- এ কামনা করি। সব শিশু ও মেয়েরা নিরাপদ থাকুক...। ন্যায়বিচার পাক। প্রতিটি দিন আমাদের দিন।
