প্রেমিক নেস ওয়াডিয়া নয় বরং স্বামীকেই বেশি ভাগ্যবান মনে করেন প্রীতি

দীর্ঘদিনের প্রেমিক নেস ওয়াডিয়ার সঙ্গে প্রেম ভেঙ্গে যাওয়ায় প্রায় একা হয়ে পড়েছিলেন বীরজারা খ্যাত নায়িকা প্রীতি জিনতা। আর ঠিক সে সময় বিদেশি নাগরিক গুড এনাফ যেন  রাজকুমার হয়ে ধরা দেন প্রীতির জিবনে। প্রেম নিবেদন করেন প্রীতিকে। প্রীতির সাড়া পাওয়ার এক পর্যায়ে সাতসমুদ্র পার হয়ে গুড এনাফ বিয়ে করতে চলে আসেন ভারতের মুম্বাইয়ে। সেখানেই বিয়ে করেন প্রীতি আর গুড এনাফ। এরপর থেকে প্রীতি মনে করেন নেস ওয়াডিয়া নয় বরং স্বামী গুড এনাফ বেশি ভাগ্যবান। সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই মন্তব্য করেছেন অভিনেত্রী।  

প্রীতি জিনতা সাথে সাবেক প্রেমিক নেস ওয়াডিয়া 

বিয়ের পর থেকে লস অ্যাঞ্জেলেসেই সংসার পেতেছেন বলি অভিনেত্রী। যদিও দেশে নিয়মিত আসা-যাওয়া তার। আমেরিকা নিবাসী জেন গুডএনাফের সঙ্গে বিয়ের পরও নিজের দেশের সঙ্গে বন্ধন আলগা হয়নি প্রীতি জিনতার। বরং নিজের সংসারে দুই সংস্কৃতির মিশ্রণ ঘটিয়েছেন অভিনেত্রী। তার দুই ছেলেমেয়ে জয় ও জিয়া, তাদের বড় করে তুলেছেন মিশ্র সংস্কৃতির আবহে। তারা যতটা ভারতীয়, ততটাই মার্কিন। এখন নিজের স্বামীকেই বেশি ভাগ্যবান মনে করেন প্রীতি। কারণ নায়িকা মনে করেন তাঁর স্বামী ভারতীয় নারীকে বিয়ে করেছেন তাই প্রীতির চোখে তিনি ভাগ্যবান।

সম্প্রতি দুই ছেলেমেয়ে, স্বামীকে নিয়ে হোলি উদযাপন করেছেন অভিনেত্রী। ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন—ভারতীয় মার্কিন পরিবার হিসাবে আমরা একে অপরের উৎসব এবং সংস্কৃতি উদযাপন করার চেষ্টা করি। তাই বাচ্চারা উভয় দিকের শিকড় সম্পর্কে জানে।

এ প্রসঙ্গে প্রীতি আরও লিখেছেন—আমি সবসময় জেনকে মজা করে বলি, সে সৌভাগ্যবান যে একজন ভারতীয় নারীকে বিয়ে করেছে। কারণ আমাদের প্রাচীন ঐতিহ্য এবং অবিশ্বাস্য সংস্কৃতির কারণে আমাদের উৎসব উদযাপনের অনেক উপলক্ষ রয়েছে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh