ঢাকাই সিনেমার বিতর্কিত নায়িকা পরিমনি। ক্যারিয়ার দিয়ে আলোচনায় না থাকলেও , সোশ্যাল মিডিয়ায় কোন না কোন কিছু দিয়ে প্রায় সারাক্ষণই আলোচনায় থাকেন এ চিত্রনায়িকা।
নিজের ক্যারিয়ারে এই মুহূর্তে হাতে কোন সিনেমা নেই, কিন্তু অন্য কেউ কিছু করলে তাকে যেন কথা বলতেই হবে। এ জন্যে নেটবাসিন্দারা তাকে কটাক্ষ করে অশিক্ষিত, এবং পায়ে পা দিয়ে ঝগড়া করা মহিলা বলেও মন্তব্য করেন।
এবার তেমনই এক কাণ্ড ঘটিয়েছেন এ নায়িকা। চিত্রনায়িকা বর্ষার ব্যক্তিগত মন্তব্য নিয়ে নোংরা ভাষা ব্যবহার করেছেন পরিমনি। দিয়েছেন স্ট্যাটাস। যা এখন ভাইরাল। অনেকেই সেই স্ট্যাটাস নিয়ে কমেন্ট করে বলছেন, এই মহিলার হাতে কোন ছবি নেই, উল্লেখযোগ্য কাজও করেননি, কিন্তু এই মহিলা একটা জিনিস ভালো পারেন আর তা হলো অন্যের সমালোচনা। সম্প্রতি, চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা সন্তানদের কথা চিন্তা করে অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অভিনয় ছাড়ার ঘোষণাও দেন তিনি। বর্ষা মনে করেন, সন্তানেরা বড় হলে নায়িকা হিসেবে তাদের মাকে কীভাবে নেবে, সেই চিন্তা থেকেই অভিনয় থেকে দূরে আসার সিদ্ধান্ত।
আর এ নিয়েই চিত্রনায়িকা পরীমণি বর্ষার বক্তব্যের সমালোচনা করে বুধবার (২৬ মার্চ) সকালে এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন।
যদিও স্ট্যাটাসে কোথাও বর্ষার নাম উল্লেখ করেননি এ অভিনেত্রী। তবে বর্ষার বক্তব্যের বিভিন্ন অংশ তুলে ধরে মন্তব্য করেছেন পরি।
পরী তার স্ট্যাটাসের শুরুতেই লিখেছেন, ‘জ্বি ছোট্ট আপা, একদম ঠিক! সঠিক বলেছেন আপনি। কিন্তু আপা, আপনার বাচ্চা বড় হওয়ার সাথে পর্দাতে হিরোইন লাগার কোন ব্যাপারই নেই। কারণ আপনি এটা করার অপচেষ্টা যে করে গেছেন সেটা আজীবনই রয়ে যাবে ‘
বর্ষা জানিয়েছেন, তার হাতে থাকা তিনটি সিনেমার কাজ শেষ করেই অভিনয়কে বিদায় জানাবেন তিনি। সেই প্রসঙ্গ টেনে এনে পরীমণি লেখেন, ‘আপনি এতই বাস্তববাদী যে আপনার হাতে আটকানো সিনেমাগুলো শেষ হলেই ইন্ডাস্ট্রি ছাড়তে চাইছেন! যদি সত্যিই এমন সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে এখনই ছেড়ে দিন, নয়তো আজীবন বহন করুন।’
বর্ষাকে কটাক্ষ করে পরী আরও লেখেন, ‘এই যে আপনি এত যুগ পরে এসে আপনার বাচ্চার দোহাই দিচ্ছেন এটা খুবই খামখেয়ালিপনা। এই যে আপনি বলছেন, আপনার বাচ্চাদের কারো দশ বছর হয়ে যাবে কারো সাত বছর হয়ে যাবে। কিন্তু আপা আপনি কি একবারও ভেবেছেন আপনার বয়সে, আপনার ক্যারিয়ারে আপনি কাকে কত বছর ধরে জিম্মি করে রেখেছেন? সেটা একবার ভাবেন তো আপা! কত বছর ধরে এই ইন্ডাস্ট্রি ডুবাচ্ছেন সেটা একবার ভাবেন।
এখানেই থামলেন না পরীমণি। একের পর এক প্রশ্ন ছুঁড়ে তিনি লেখেন, ‘আপনার বাচ্চাদের যদি আপনাকে দেখতে নাই ভালো লাগে, যে মা নায়িকা হলে তারা তার মাকে গ্রহণ করতে পারবে না লজ্জায়! তাহলে অন্তত এইটুকু গ্যারান্টি দেন যে তারা ভুলতে পারবে, কোনদিন আপনি একজন নায়িকা ছিলেন? কোন একদিন নাচাগানা করেছেন? কোন একদিন নাভি দেখিয়েছিলেন পর্দায়? কোন একদিন আপনার হাটুর কাপড় উড়ে গিয়েছিল কোন এক ফ্রেমে? কোন একদিন ঠোঁটের কোণে কামড় দিয়েছিলেন ক্যামেরার অ্যাকশনে? যা দেখে শিস বাজিয়েছিলো সিনেমা হলের রিক্সাচালক দর্শক? সেগুলো অন্তত ভুলিয়ে দেন আমাদেরকে। তারপর আপনার বাচ্চাদের নিয়ে চিন্তা করেন।’
বর্ষা সেই সংবাদ সম্মেলনে নিজের স্বামী অনন্ত জলিলের প্রশংসা করেছিলেন। যেখানে স্বামীকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, অনন্তকে যদি কোনো মেয়েদের বাজারেও ছেড়ে দেওয়া হয়, তাহলে সেখানে ঘুরে কারো দিকে নজর না দিয়ে স্ত্রীর কাছেই ফিরে আসবেন।
অনন্তের স্ত্রীর সেই মন্তব্যেও আপত্তি জানিয়েছেন পরী। নোংরা ভাষায় তিনি বললেন, আপনি যে বলেছেন মেয়েদের বাজার! এএএএইইই....মেয়েদের বাজার কি? কি বোঝাতে চাইলেন কচি আপা? এটা আম, মুলা, আলু, কচু? তাহলে আপনি কি? আর বাজার হলে কি সমস্যা? যদি সেই বাজারের খরিদ্দার নাই বা ছিলো কোনোদিন? তারা ছিল বলেই বাজার হয়েছে। মেয়েদেরকে বাজাইরা কে বা কারা বানিয়েছে আপনার জানতে মন চায় নাই কখনো, কোনোদিন?
শোনেন, এরকম একটা বয়সের পরে আমি কেন, আমরা কেন, পৃথিবীর সমস্ত মেয়েরাই (প্রিন্সেস ডায়না হলেও) তার পার্টনারকে এরকম বাজারে ছেড়ে দিতে পারে। কারণ ওই মহিলা জানেন, জীবনের কোন বয়সে তার জামাইকে যে কোনো জায়গায় ছেড়ে দেওয়া যায়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : পরিমনী বর্ষা অনন্ত জলিল মন্তব্য সিনেমা
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh