কেন মান্নাত ছেড়ে ভাড়া বাসায় উঠলেন শাহরুখ

বলিউড বাদশা শাহরুখ খান বিশ্বব্যাপী যতটা পরিচিত, ঠিক ততটাই পরিচিত তাঁর স্থায়ী বাড়ি ‘মান্নাত’। ভারতের মুম্বাই শহরের হেরিটেজ স্থাপত্যের তকমা পাওয়া এই বাড়িটি নিয়ে মানুষের আবেগও কম নয়। শাহরুখের জন্মদিন, কিংবা যেকোনো উৎসবে- নায়ককে এক ঝলক দেখতে হাজারো ভক্ত জড়ো হন এই মান্নাতের সামনে। 

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, মান্নাত ছেড়ে দেবেন শাহরুখ। তাই হলো। সদ্যই সপরিবারে বাড়িটি ছাড়লেন শাহরুখ। উঠলেন নতুন একটি ভাড়া বাসায়। প্রায় দু বছর সেখানে থাকার পরিকল্পনা রয়েছে নায়কের। সঙ্গে মাস গেলে শাহরুখকে গুনতে হবে মোটা অঙ্কের টাকাও। চারতলার ওই অ্যাপার্টমেন্টটির জন্য মাসে ২৪ লক্ষ রুপি গুনতে হবে শাহরুখকে

কিন্তু প্রশ্ন হচ্ছে কেন তিনি মান্নাত ছাড়ছেন জানেন কি? টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, শাহরুখের ‘মান্নাত’ ছাড়ার কারণ হলো বাড়ি সংস্কার। জানা গেছে, বান্দ্রার পালি হিল এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এর চারতলা ভাড়া নিয়েছেন অভিনেতা। তার মান্নাতে যতদিন কাজ চলবে, ততদিনই পুরো পরিবারকে নিয়ে নতুন বাসায় থাকবেন কিং খান।

গত সোমবার থেকে শুরু হয়েছে তাদের বাড়ি পাল্টানোর কাজ। তবে শাহরুখের নতুন এই ভাড়া বাড়িটি মান্নাতের আয়তনের অর্ধেক। অ্যাপার্টমেন্টটির আয়তন ১০,৫০০ বর্গফুট, যেখানে মান্নাত ২৭,০০০ বর্গফুট।



সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh