তের বছর আগের মামলায় বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ২০১২ সালের একটি মামলায় প্রত্যক্ষদর্শী হিসেবে তাকে হাজিরা দিতে বলা হলেও তিনি তা এড়িয়ে গেছেন। সে কারণে মুম্বাইয়ের ম্যাজিস্ট্রেট আদালত জামিনযোগ্য ধারায় অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মুম্বাইয়ের কোলাবা এলাকার একটি পাঁচতারা হোটেলে এনআরআই শিল্পপতি ইকবাল শর্মার ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে অভিনেতা সাইফ আলি খান, শিল্পপতি বিলাল আমরোহি এবং মালাইকার ভগ্নীপতি শাহিল লাদাখের বিরুদ্ধে। সেই ঘটনায় প্রত্যক্ষদর্শী হিসেবে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল মালাইকাকে। কিন্তু মালাইকা হাজিরা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন আদালত।
ঘটনার সূত্রপাত ২২ ফেব্রুয়ারি, ২০১২। সেদিন দক্ষিণ মুম্বাইয়ের এক পাঁচতারা রেস্তোরাঁয় কারিনা কাপুর, করিশমা কাপুর, মালাইকা অরোরা, অমৃতা আরোরা এবং আরও কিছু বন্ধুর সঙ্গে নৈশভোজ সারছিলেন সাইফ। সেখানেই অভিযোগকারী দক্ষিণ আফ্রিকার বাসিন্দা ইকবাল শর্মার সঙ্গে ঝামেলা বাধে যা মুহূর্তের মধ্যেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
এবার ১৩ বছরের পুরোনো সেই মারপিটের মামলাই উঠেছে আদালতে। সেই মামলায়ই ঘটনার সাক্ষী হিসেবে হাজিরা দিতে আদালতে মালাইকা অররার উপস্থিত থাকবার কথা ছিল, কিন্তু তিনি আদালত অমান্য করায় ফেঁসে যাচ্ছেন বলে একাধিক সূত্র থেকে জানা গেছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : মালাইকা আদালত গ্রেফতার সাইফ আলী খান মুম্বাই
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh