Logo
×

Follow Us

বিনোদন

শাহ হামজার কন্ঠে 'মিলন হবে কত দিনে'

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ২১:০৩

শাহ হামজার কন্ঠে 'মিলন হবে কত দিনে'

শিল্পী শাহ হামজা। ছবি: সাম্প্রতিক দেশকাল

যন্ত্রণাময় অপেক্ষা আর আকুল আকাঙ্ক্ষার গান “মিলন হবে কত দিনে”। ফকির লালন শাহের লেখা ও সুর করা এই অমর বাউল গানে কন্ঠ দিলেন শাহ হামজা।

এই ক্লাসিক গানটিকে সম্পূর্ণ রক ঘরানার গিটারের সুরে নতুন করে সঙ্গীতায়োজন করেছেন তিনি। 

শাহ হামজা মূলত একজন রক গায়ক, কিন্তু তার সংগীতের শিকড় গভীরভাবে প্রোথিত রয়েছে বাংলা লোকগানে, বিশেষ করে লালন গানে।

সংগীত জীবনের শুরুতেই তিনি তার প্রথম গুরু উস্তাদ ইন্দ্র মোহন রাজবংশীর কাছ থেকে লোকগানের বুনিয়াদি শিক্ষা লাভ করেছেন। রক সঙ্গীতে তার আলাদা পরিচিতি থাকলেও লালনগীতে তার পারদর্শিতা অনেকেরই অজানা।

এই গানটির মাধ্যমে হামজা লোক ও রক সঙ্গীতের দুটি জগতের মধ্যে এক অনন্য সেতুবন্ধন গড়ে তুলেছেন।

গানটির সঙ্গীতায়োজন ও মিউজিকে আছেন  জাহিদ বাশার পংকজ। এটি শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল শাহ হামজাতে প্রকাশ হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫