মডেল মেঘনা আলমের প্রতি বেআইনি কিছু করা হয়নি: খোদা বখস


অভিনেত্রী, মডেল ও মিস আর্থ বাংলাদেশ-২০২০ বিজয়ী মেঘনা আলমের বিরুদ্ধে প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়া হয়েছে। আর এ বিষয়ে এবার মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী। তিনি জানিয়েছেন, কারো প্রতি বেআইনি কোনো আচরণ করা হয়নি। মডেল মেঘনা আলম যা করেছেন আইনের প্রয়োগ ঠিক সেভাবেই হয়েছে। অতিরিক্ত কোন কিছুই তাঁর সাথে করা হয়নি।
বিশেষ ক্ষমতা আইন নিয়ে তিনি বলেন, ‘এই আইন আছে বলেই ব্যবহার হচ্ছে। এই একটি ক্ষেত্রে কেবল এ আইনটি ব্যবহার হয়েছে তা তো নয়। এর আগেও তো হয়েছে
সাবেক প্রেমিক সৌদি রাষ্ট্রদূতের সাথে মডেল মেঘনা আলম
মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী। ছবি: সংগৃহীত 
এদিকে ১৩ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে অভিনেত্রী ও মিস আর্থ বাংলাদেশ-২০২০ বিজয়ী মেঘনা আলমের ৩০ দিনের আটকাদেশ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
 
একইদিন মডেল মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে, সেটি সঠিক হয়নি বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আসিফ নজরুল বলেন, ‘মডেল মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে, সেটি সঠিক হয়নি। তবে এটি বলা যাবে না যে, তার কোনো অপরাধ নেই। তদন্ত চলছে। যদি অপরাধ প্রমাণিত হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।’

জানা গেছে, ৯ এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে মেঘনা আলমকে গ্রেপ্তার করা হয়। তাকে বিশেষ ক্ষমতা আইনে আটক করে কারাগারে পাঠানো হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে এই গ্রেপ্তার নিয়ে সমালোচনা ও প্রশ্ন দেখা দেয়। অভিযোগ কিংবা মামলা ছাড়াই কাউকে গ্রেপ্তার করার যৌক্তিকতা ঠিক কতটুকু সে নিয়েও বিতর্ক চলছে।





 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh