Logo
×

Follow Us

অর্থনীতি

‘উদ্যোক্তা সৃষ্টিতে জোর দিতে হবে’

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩, ১৮:৪৪

‘উদ্যোক্তা সৃষ্টিতে জোর দিতে হবে’

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। ছবি: সংগৃহীত

উদ্যোক্তা সৃষ্টিতে জোর দিতে হবে বলে মন্তব্য করে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, বাংলাদেশকে বিশ্ববাজারের অন্যতম স্থানে নিয়ে যেতে উদ্যোক্তা সৃষ্টির বিকল্প নেই। 

আজ শনিবার (১৪ জানুয়ারি) রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে ‘নিজের বলার মতো একটি গল্প’ ফাউন্ডেশন আয়োজিত পঞ্চম উদ্যোক্তা সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এসময় কামাল আহমেদ বলেন, শিল্প মন্ত্রণালয় উদ্যোক্তাদের অনুদান দেওয়া থেকে শুরু করে জমি বরাদ্দের মাধ্যমে নতুন শিল্পকারখানা স্থাপনেও ভূমিকা পালন করছে।

এদিন তিনি আমদানি নির্ভর ব্যবস্থা থেকে বেরিয়ে আসার পথও বাতলে দিয়েছেন। 

প্রতিমন্ত্রী বলেন, কৃষি যন্ত্রপাতি নিজ দেশে উৎপাদনের ব্যাপারে কাজ করতে পারলেই আমরা আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসতে পারব।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫