Logo
×

Follow Us

উদ্যোক্তা

দেশীয় কাপড়ের সুদিন ফিরবে অম্বরের হাত ধরে

Icon

মেহনাজ খান

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২১, ১৯:২৬

দেশীয় কাপড়ের সুদিন ফিরবে অম্বরের হাত ধরে

উদ্যোক্তা শ্রাবণী রায়

দেশীয় কাপড়ের আছে গৌরবের ইতিহাস। যে দেশ তাতের কাপড়, মসলিন, জামদানী শাড়ির জন্য বিখ্যাত, সে দেশের তাঁতশিল্প হুমকির মুখে পড়ছে- এই ব্যাপারটা মেনে নিতে কষ্ট হচ্ছিল উদ্যোক্তা শ্রাবণী রায়ের। বিদেশি সস্তা মানহীন কাপড়ের ভিড়ে দেশীয় কাপড়কে তুলে ধরার এক অন্য রকম প্রয়াস শুরু করেন তার অম্বর নামের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ থেকে।

‘২০১৭ থেকে ২০২১ পর্যন্ত ব্যবসা এককভাবে বজায় রেখেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স করেছিলাম। এরপর প্রায় এক বছর জব করার পর মনে হল, সেটা করতে খুব বেশি ভালো লাগছিল না। এরপর অনেক ভেবেচিন্তে শুরু করলাম সামাজিক যোগাযোগের মাধ্যমে ‘অম্বর’ নামক একটি পেজ দিয়ে। যদিও শুরুতে খুব ছোট পুঁজি ছিলো। যা মূলত আসে চাকরি ছাড়ার পর শেষ বেতন থেকে। ‘সেই বারো হাজার টাকা পুঁজি দিয়ে মূলত অম্বর পেজটিতে কাজ আরম্ভ করেছিলাম’ উদ্যোক্তা শ্রাবণী রায় গল্পের শুরুতে বলেন। 

শুরুতে টাংগাইল থেকে শাড়ি এনে নিজস্ব মেধা দিয়ে ডিজাইন করেন। বিক্রি করে, জনপ্রিয়তা পাওয়ার পরবর্তীতে যে পণ্য নিয়ে কাজ করেছিলেন তা হল একটি কামিজের উপর নিজস্ব ডিজাইন করা। সে কামিজটিও বিক্রি হয়ে যায়। এরপর কিছু স্যাম্পল বানিয়ে তার ছবি ফেসবুক পেইজে দিয়ে দেন। তা ক্রেতাদের খুব পছন্দ হয়েছিল এবং দ্রুত সাড়াও পাচ্ছিলেন। তারপর পরিবারের সবাই পরামর্শ দেয়, যেভাবেই হোক এ ব্যবসা যেন বজায় রাখতে পারেন তিনি। তবে ২০১৮ সালে এসে সন্তানের মা হওয়ার পরিস্থিতিতে খানিকটা অসুস্থ হয়ে যাওয়ার কারণে ব্যবসায়িক কাজ কিছুদিন বন্ধ রাখতে হয়েছিল তার। প্রায় এক বছরের মত সন্তানের জন্য কাজ বন্ধ রাখতে হয়েছিল। পরে আবার কোভিড-১৯ এর ঝামেলা। এভাবেই মূলত ব্যবসায় বাধাগ্রস্ত হতে থাকেন  তিনি। কিন্তু এরপরেও কখনো হাল না ছেড়ে নিজেকে বারবার বুঝিয়ে হলেও ব্যবসায় আবার উঠে দাঁড়ান উদ্যোক্তা শ্রাবণী রায়। এ বছরের শুরুতে তিনি রি-লঞ্চিং করেছেন পেজটিকে।


উদ্যোক্তা শ্রাবণী নিজের ব্যবসা পরিকল্পনা নিয়ে বলেন, এরইমধ্যে ডিজাইন স্টুডিওর কাজ শেষ করেছি। এরপরও এই পেজটির যে পণ্যগুলো প্রদর্শন করে যাচ্ছি। যেমন শাড়ি, জামা, শাল, থ্রি পিস, তরুণীদের সুন্দর ডিজাইনের কুর্তি, কটি, শীতের সময় শীতের গায়ের চাদর, ব্লাউজ পিস, ব্লক প্রিন্টের ভিন্ন ভিন্ন ডিজাইনের তরুণীদের আকর্ষণীয় পণ্য। এমন ডিজাইনে বল করে তুলি পণ্যগুলো। যাতে অন্যান্য জায়গায় পাওয়াটা খুব মুশকিল হয়ে পড়বে মনে করি ক্রেতাদের।


উদ্যোক্তা আরো বলেন, বাংলাদেশের সব জায়গায় আমার পণ্য যায়। কুরিয়ারের মাধ্যমে পৌঁছানোর ব্যবস্থা করে থাকি। তাই এখন চার থেকে পাঁচ লাখ টাকা ইনকাম হয়। ডিজাইন নিয়ে কাজ করতে ভালোবাসি তাই আবার নতুন করে ফ্যাশন ডিজাইনিং এ পড়াশোনা শুরু করেছি। নতুন নতুন কাপড় ডিজাইন করাটা অনেক আনন্দ দেয় আমায়। আসলে দেশীয় কাপড়ের প্রতি ভালোবাসা থেকেই অম্বরের জন্ম।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫