
ছবি : সংগৃহীত
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, তাদের ক্ষমতায়ন, তারুণ্যকে সাথে নিয়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অসাধারণ অবদান রাখায় নাজাবি গ্রুপের চেয়ারম্যান ও ব্লু সোলুশনস লি. এর ব্যবস্থাপনা পরিচালক নাসিমা জাহান বিজলী (বিনতী)‘গ্লোবাল ইয়ুথ এন্টারপ্রেনারশিপ অ্যাওয়ার্ড ২০২২’ অর্জন করেছেন।
গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সামিট
অ্যান্ড অ্যাওয়ার্ড ২০২২ থাইল্যান্ড আর্মি ক্লাব, ব্যাংকক, থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার (২৪ জুন) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট এই
অ্যাওয়ার্ড তুলে দেন।
এসময় নাসিমা জাহান বিজলী (বিনতী)
বলেন, উদ্যোক্তা একটি বড় দায়িত্ব, একটি চলমান প্রক্রিয়া। এই অ্যাওয়ার্ড আমাকে অনুপ্রাণিত
করবে তরুণ উদ্যোক্তা হিসেবে এগিয়ে যেতে এবং দায়িত্বশীল তরুণদের নিয়ে কাজ করতে। আশা
করি আমাদের দেশের উন্নয়নে আমার এপ্রচেষ্ঠা আরো বেগবান হবে।
গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের
প্রেসিডেন্ট দিবাকর আরিয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে থাইল্যান্ডের শিক্ষা
উপমন্ত্রী ড. কালায়া সফনপানিচ, ইউনাইটেড পিস কিপার্স ফেডারেল কাউন্সিল-এর প্রেসিডেন্ট
ড. আফিনিতা চাইচানা উপস্থিত ছিলেন।
৩২টি দেশ জিওয়াইপির সদস্য,
এতে ৩০০ জনেরও বেশি মানুষ অংশ নেন। ব্যবসায়িক জীবনে নাসিমা জাহান বিজলী (বিনতী) অটোমোবাইল,
ইলেকট্রনিক্স, আইটি ব্যবসায়ের সাথে জড়িত আছেন।